ওসমানীনগরের গোয়ালাবাজার ও তাজপুর কাজী অফিসের উদ্বোধন

ওসমানীনগর প্রতিনিধি


ডিসেম্বর ১১, ২০২০
০৭:০২ অপরাহ্ন


আপডেট : ডিসেম্বর ১১, ২০২০
০৭:০২ অপরাহ্ন



ওসমানীনগরের গোয়ালাবাজার ও তাজপুর কাজী অফিসের উদ্বোধন

সিলেটের ওসমানীনগরে গোয়ালাবাজার ও তাজপুর ইউনিয়নের কাজি অফিস উদ্ভোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১ টায় ও বিকাল ৩ টায় পৃথকভাবে ২টি ইউনিয়ন কাজি অফিস উদ্বোধন করেন সিলেট-২ আসনের সংসদ সদস্য জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য মোকাব্বির খান।

সভায় প্রধান অতিথি ছাড়াও বিশেষ অতিথির বক্তব্য দেন হাফিজ মাওলানা ফখরুদ্দিন চৌধুরী (ছাহেবজাদা, ফুলতলী), মাওলানা মুফতি এখলাছুর রহমান, ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগ সভাপতি আতাউর রহমান, সহ-সভাপতি আবদাল মিয়া, সহ-সভাপতি আলাউর রহমান আলা, গোয়ালাবাজার ইউপি চেয়ারম্যান আতাউর রহমান মানিক, তাজপুর ইউনিয়নের চেয়ারম্যান ইমরান রাব্বানী, সাবেক ইউপি চেয়ারম্যান হারুন মিয়া, সিলেট জেলা কাজী কল্যাণ সমিতির সেক্রেটারি কাজি মাওলানা জয়নুল ইসলাম, প্রচার সম্পাদক কাজী মাওলানা জয়নাল আবেদীন, অধ্যক্ষ মাওলানা সারওয়ারে জাহান, কাজী রফিক আহমদ, শিল্পপতি সামসু মিয়া লয়লুছ, যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা গোলাম কিবরিয়া, মাওলানা আব্দুল বাছিত, মাওলানা হাবিবুর রহমান, আবুল কাশেম, ইউপি সদস্য মুকুর আলী, যুবলীগ নেতা মঈন উদ্দিন মোহন প্রমুখ।

আনোয়ার হোসেন আনার পরিচালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন গোয়ালাবাজার ইউনিয়নের সদ্য নিয়োগপ্রাপ্ত কাজী আব্দুল মোমিন ও তাজপুর ইউনিয়নের কাজি মাওলানা আবুল কালাম আজাদ।

অনুষ্ঠানের শুরুতেই কোরআন তেলাওয়াত করেন মাওলানা মোহাম্মদ আলী ও হাফিজ মুহাইমিন আহমদ।

ইউডি/বিএ-১১