জাফলংয়ে মোটরসাইকেলচালকদের মাঝে পোশাক বিতরণ

গোয়াইনঘাট প্রতিনিধি


ডিসেম্বর ১২, ২০২০
০১:১৪ পূর্বাহ্ন


আপডেট : ডিসেম্বর ১২, ২০২০
০১:১৬ পূর্বাহ্ন



জাফলংয়ে মোটরসাইকেলচালকদের মাঝে পোশাক বিতরণ

সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ের অন্যতম সামাজিক সংগঠন মামার বাজার সমাজ কল্যাণ যুব সংঘের উদ্যোগে জাফলংয়ের যাত্রীবাহী মোটরসাইকেলচালকদের মাঝে নির্দিষ্ট পোশাক বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

আজ শুক্রবার (১১ ডিসেম্বর) বিকেলে সংগঠনের কার্যালয়ে সংগঠনের সভাপতি ফারুক আহমদের সভাপতিত্বে ও সদস্য সোহেল আহমদের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট জেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত সভাপতি মো. সামসুল আলম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, জাফলং নিউজ টুয়েন্টিফোর ডট কমের সম্পাদক ও প্রকাশক ইমরান হোসেন সুমন, গোয়াইনঘাট প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক ও সংগঠনের রেজিস্ট্রেশনকালীন সভাপতি মো. করিম মাহমুদ লিমন প্রমুখ।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পূর্ব জাফলং ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক মিনহাজুর রহমান, পূর্ব জাফলং ইউনিয়ন যুবলীগের যুগ্ম-আহ্বায়ক কামাল হোসাইন, জাফলং পাথর ব্যবসায়ী কমিটির সাবেক সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, জাফলং ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য শ্রী শেরগুল গোসাই, সংগঠনের উপদেষ্টা হেলাল আহমদ, মনোরঞ্জন ঘাটোয়াল, জাফলং বল্লাঘাট পাথর উত্তোলন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সম্পাদক আব্দুস সালাম, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি রিয়াজুল ইসলাম খোকন ও ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ইউসুফ আহমদ।

অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, সংগঠনের সহ-সভাপতি ইসমাইল আলী, সাধারণ সম্পাদক লিটু আনাম লিটন, যুগ্ম-সাধারণ সম্পাদক অরুণ গোঁসাই, সাংগঠনিক সম্পাদক আল আমিন, প্রচার সম্পাদক জলিল আহমদ, ধর্ম সম্পাদক মো. আব্দুল মান্নান, মামার ব্যবসায়ী কমিটির সহ-সভাপতি সুরুজ মিয়া, সাধারণ সম্পাদক সোহেল আহমদ, প্রসেস'র সভাপতি মুহিতুল ইসলাম সাকিলসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠান শেষে জাফলংয়ে ভাড়ায় চালিত দুই শতাধিক মোটরসাইকেলচালকদের মাঝে নির্দিষ্ট পোশাক বিতরণ করেন অতিথিবৃন্দ।

 

এমএম/আরআর-০৮