খেলা ডেস্ক
ডিসেম্বর ১১, ২০২০
১২:৫৩ অপরাহ্ন
আপডেট : ডিসেম্বর ১১, ২০২০
১২:৫৩ অপরাহ্ন
মহান বিজয় দিবস উপলক্ষে সিলেটে ১১তম মাহা বিজয় দিবস টেনিস টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় সিলেটের জেলা প্রশাসক ও সিলেট টেনিস ক্লাবের সভাপতি এম. কাজী এমদাদুল ইসলাম টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
সিলেট টেনিস ক্লাবের আয়োজিত এই টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত দেন টুর্নামেন্টের স্পন্সর প্রতিষ্ঠান মাহা ফ্যাশন হাউসের স্বত্ত্বাধিকারী ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন আহমদ সেলিম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিডিএলজি মীর মোহাম্মদ মাহবুবুর রহমান, এডিসি (রাজস্ব) মো. আসলাম উদ্দিন, এডিএস এএইচএম মাহফুজুর রহমান, সিলেট টেনিস ক্লাবের সহ সভাপতি সামুন মাহমুদ খান, সাধারণ সম্পাদক হাম্মাদ রব চৌধুরী, কোষাধ্যক্ষ শেখ নাজমুল হক, যুগ্ম সম্পাদক রমেন্দ্র কুমার সিংহ, সদস্য নিরঞ্জন পাল, মুবাশি^র, শাহ মহিদুল ইসলাম, উৎপল সামন্ত, রেজাউল হাসান কয়েস লোদী, আব্দুল রফিক প্রমুখ।
সিলেট জেলা কার্যালয়ের সহকারী কমিশনারবৃন্দ উপস্থিত ছিলেন।
এএফ/০১