সিলেটে ৫ ইট ভাটাকে ৮ লাখ টাকা জরিমানা

সিলেট মিরর ডেস্ক


ডিসেম্বর ১২, ২০২০
০২:২৯ পূর্বাহ্ন


আপডেট : ডিসেম্বর ১২, ২০২০
০২:৩৭ পূর্বাহ্ন



সিলেটে ৫ ইট ভাটাকে ৮ লাখ টাকা জরিমানা

সিলেটের দুই উপজেলায় অভিযান চালিয়ে পাঁচ ইটভাটাকে ৮ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান (র‌্যাব-৯) ও পরিবেশ অধিদপ্তর যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।

আজ শুক্রবার (১২ ডিসেম্বর) র‌্যাব-৯ এর গণমাধ্যম শাখা এ তথ্য জানিয়েছে।

জানা গেছে, বৃহস্পতিবার সকাল ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এ অভিযান পরিচালনা হয়। অভিযানে নেতৃত্ব দেন র‌্যাব-৯ এর উপ-অধিনায়ক মেজর মো. শওকাতুল মোনায়েম ও পরিবেশ অধিদপ্তর সিলেটের পরিচালক মোহাম্মদ ইমরান হোসাইন।

অভিযানে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও ইট পোড়ানোর লাইসেন্স না থাকাসহ বিভিন্ন অপরাধে ৫টি ইট ভাটা মালিককে ৮ লাখ টাকা জরিমানা করা হয়।

 

এএএফ/০২