সিলেট মিরর ডেস্ক
ডিসেম্বর ১২, ২০২০
০৬:২৪ পূর্বাহ্ন
আপডেট : ডিসেম্বর ১২, ২০২০
০৬:৩০ পূর্বাহ্ন
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ নেতৃবৃন্দের বিরুদ্ধে দায়ের করা ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবিতে সিলেটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের উদ্যোগে সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠ থেকে মিছিল বের করা হয়। বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আম্বরখানা পয়েন্টে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, ‘বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ সকল নেতাকর্মীর বিরুদ্ধে আওয়ামী বাকশালী সরকারের দায়ের করা মিথ্যা মামলাসমূহ অবিলম্বে প্রত্যাহার করতে হবে। না হয় ৩৬০ আউলিয়ার স্মৃতি বিজড়িত পুণ্যভূমি সিলেট থেকে তীব্র আন্দোলন গড়ে তোলার মাধ্যমে সরকারের পতন নিশ্চিত করা হবে।’
সিলেট মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য এমদাদুল হক স্বপনের সভাপতিত্বে ও জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য মাসুক আহমদ এবং মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক ও স্বেচ্ছাসেবক দল নেতা সৈয়দ সরওয়ার রেজার যৌথ পরিচালনায় বক্তব্য দেন, মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক আবু সালেহ মো. তাহের, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক দুলাল আহমদ, হাটখোলা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আকবর আলী, ৮ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক সৈয়দ শামীম আল মামুন, ৩ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফয়েজ আহমদ খান বেলাল, জেলা ছাত্রদলের সাবেক সহ সাধারণ সম্পাদক জাবেদ আলম কোরেশী, মদন মোহন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের সাবেক সহ সভাপতি আজহারুল ইসলাম হাদী, যুবদল নেতা নাদিম আহমদ, শ্রমিকদল নেতা বাদশা মিয়া, মানিক মিয়া, জেলা ছাত্রদলের সাবেক ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুল করিম সাচ্ছু, আব্দুল আহাদ, যুবদল নেতা ফখর উদ্দিন রাজু, মহানগর ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক এম সুয়েব আহমদ, জেলা ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল হাফিজ রানা, সহ সাংগঠনিক সম্পাদক ফয়জুল ইসলাম ফয়জু, জুয়েল আহমদ, যুবদল নেতা মুজাহিদ আলী, জেলা ছাত্রদলের সাবেক সহ সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক এবি মজুমদার রনি, আলী আহসান হাবীব, সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক জুয়েল মাহমুদ, সহ ধর্মবিষয়ক সম্পাদক প্রদিপ পাল, সহ আইন বিষয়ক সম্পাদক ইমাম উদ্দিন রুজেল, যুবদল নেতা সামাদ আহমদ সাজু, সদর উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মহসিন মজুমদার, মহানগর ছাত্রদলের সাবেক জনসংযোগ বিষয়ক সম্পাদক জহিরুল ইসলাম আলাল, ছাত্রনেতা লিয়াকত আলী ইমন, কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. হিফজুর রহমান, যুবদল নেতা আব্দুল মজিদ বাবুল, মুস্তাকিম মিয়া, জালালাবাদ থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক সাদ্দাম হোসেন, ছাত্রদল নেতা আরিস আহমদ, ইমন আহমদ, জসিম আহমদ, শ্রমিকদল নেতা আনোয়ার হোসেন, আবদুল জলিল, ৮ নম্বর ওয়ার্ড ছাত্রদলের আহ্বায়ক আরমান আহমদ রিয়ান, শাহ খুররম ডিগ্রি কলেজ ছাত্রদলের আহ্বায়ক সুয়েব খান, সদর উপজেলা ছাত্রদলের প্রথম সদস্য রাশেদ আহমদ শিকদার, মহানগর ছাত্রদলের সাবেক সদস্য এইচ এম কামাল, শাব্বির আহমদ, সামুন আহমদ, জাহাঙ্গীর আহমদ, শাব্বির খান, জৈন্তা উপজেলা ছাত্রদলের যুগ্ন আহ্বায়ক জাহাঙ্গীর আহমদ, মহানগর ছাত্রদল নেতা হানিফ আহমদ, শাব্বির আহমদ, নুরুল ইসলাম, ৪ নম্বর ওয়ার্ড ছাত্রদলের আহ্বায়ক তপন আহমদ, ছাত্রদল নেতা জয়নাল আবেদীন, ৮ নম্বর ওয়ার্ড ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মকবুল চৌধুরী, ৪ নম্বর ওয়ার্ড ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শামীম আহমদ, এমসি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদল নেতা রাজিব আহমদ, মহানগর ছাত্রদল নেতা সোহাগ ভুইয়া, এবাদুর রহমান সজীব, নুর আলম, কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাহজাহান আহমদ, এম সাইফুর রহমান কলেজ ছাত্রদলের সদস্য সচিব কবির আহমদ, যুগ্ম আহ্বায়ক জুনেদ আহমদ, কোম্পানীগন্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য আশরাফ আহমদ, যুবদল নেতা রফিক আহমদ, ওয়ারিস উদ্দিন প্রমুখ।
বিএ-০২