‘বাল্য বিয়ে রোধে সবাইকে এগিয়ে আসতে হবে’

সিলেট মিরর ডেস্ক


ডিসেম্বর ১২, ২০২০
০৬:৩৩ পূর্বাহ্ন


আপডেট : ডিসেম্বর ১২, ২০২০
০৬:৩৩ পূর্বাহ্ন



‘বাল্য বিয়ে রোধে সবাইকে এগিয়ে আসতে হবে’
ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের শপথ অনুষ্ঠান

সিলেট রেঞ্জ পুলিশের অতিরিক্ত ডিআইজি জয়দেব কুমার ভদ্র বলেছেন, ‘বাল্য বিয়ে একটি মারাত্মক ব্যাধি। এই ব্যাধি থেকে পরিত্রাণ পেতে হলে সবাইকে সচেতনভাবে কাজ করতে হবে। বর্তমান সরকার বাল্যবিবাহ রোধ ও শিক্ষা ক্ষেত্রে ব্যাপক অবদান রেখে চলেছে।’

গতকাল শুক্রবার দুপুরে ৬ নম্বর টুকের বাজার ইউনিয়নের হিলুয়াছড়া চা বাগানে সার্বজনীয় শ্রীশ্রী দুর্গাদেবী মন্দির প্রাঙ্গণে ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সিলেট সদর উপজেলা শাখার শপথনামা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, ‘মাদক বিক্রেতা ও মাদক সেবনকারীদের বিরুদ্ধে সবাইকে সোচ্চার ভূমিকা পালন করতে হবে। সামাজিক সংগঠনগুলোর কাজ মানুষকে সচেতন করা ও সমাজ সংস্কারে অবদান রাখা। ট্রাইবাল অ্যাসোসিয়েশনও সেই ভূমিকা পালন করবে বলে আমি মনে করি।’

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ সিলেট মহানগর শাখার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা, বাংলাদেশ পূজা উদযাপন কমিটি সিলেট জেলা শাখার সভাপতি গোপিকা শ্যাম পুরকায়স্থ (চয়ন), মালনীছড়া চা বাগানের ব্যবস্থাপক মোহাম্মদ সোহেল আহমদ, বাংলাদেশ পূজা উদযাপন কমিটি সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রঞ্জন ঘোষ, পাসকপের প্রধান নির্বাহী গৌরাঙ্গ পাত্র, চা শ্রমিক পরিষদের সিলেট ভ্যালির সভাপতি রাজু গোয়ালা।

ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি দানেস সাংমার সভাপতিত্বে ও তৃষ্ণা উরাং, রঙ্গিলা মুন্ডা, শ্রীমতি উরাং এবং পূর্ণমাল গঞ্জুর যৌথ পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে গীতা পাঠ করেন বিমল গঞ্জু। স্বাগত বক্তব্য দেন শিক্ষা সেক্রেটারি রঙ্গিলা মুন্ডা।

বিএ-০৩