আতাউর রহমানের জীবন ও কর্ম নিয়ে আলোচনা

সিলেট মিরর ডেস্ক


ডিসেম্বর ১২, ২০২০
০৬:৪০ পূর্বাহ্ন


আপডেট : ডিসেম্বর ১২, ২০২০
০৬:৪০ পূর্বাহ্ন



আতাউর রহমানের জীবন ও কর্ম নিয়ে আলোচনা

সিলেট নগরের শাহী ঈদগাহ এলাকার সমাজসেবক ও শিক্ষানুরাগী প্রয়াত সৈয়দ আতাউর রহমানের জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ আছর নগরের শাহী ঈদগাহর সৈয়দপুর হাউসে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, জামেয়া কাসেমুল উলূম দরগাহ মাদরাসার অধ্যক্ষ শায়খুল হাদিস আল্লামা মুহিব্বুল হক গাছবাড়ী। সৈয়দপুর যুব পরিষদের সমন্বয়কারী মো. রাসেল আহমদের সভাপতিত্বে ও উপ-সমন্বয়কারী (অর্থ) সৈয়দ হাফিজুর রহমান এবং উপ-সমন্বয়কারী (দপ্তর) সৈয়দ আমিনুল হকের যৌথ পরিচালনায় মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য দেন, যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক, আম্বরখানা গার্লস স্কুল অ্যান্ড কলেজের অধক্ষ্য সৈয়দ মুহাদ্দিস আহমদ, সৈয়দপুর ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ ড. হাফিজ মাওলানা সৈয়দ রেজওয়ান আহমেদ, প্রয়াতের বড়ছেলে সৈয়দ মবনু, সিলেট সিটি করপোরেশনের ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রেজওয়ান আহমদ, দৈনিক সিলেটের ডাকের সাহিত্য সম্পাদক ফায়যুর রহমান, দয়া সংঘের সাধারণ সম্পাদক মাহবুব মুহাম্মদ।

বক্তব্য দেন, সৈয়দ ফজলুল সামাদ লালা, সৈয়দ আব্দুল হাফিজ, প্রচ্ছদ শিল্পী নাওয়াজ মারজান, সৈয়দ ফায়সাল, হাফিজ সৈয়দ তসলিম আহমদ, সৈয়দ ফটিক মিয়া প্রমুখ। সংগঠনের পক্ষ থেকে বক্তব্য দেন, কার্যকরী পরিষদের সদস্য সাবেক সমন্বয়কারী মুসাদ্দিক আহমেদ, সাবেক সমন্বয়কারী মির্জা আবুল বরাত, সাবেক সমন্বয়কারী মো. আবু তারেক, সাবেক উপসমন্বয়কারী (অর্থ) সৈয়দ মুহাদ্দিস আহমদ, সাবেক উপসমন্বয়কারী (অর্থ) সৈয়দ রকিব আহমেদ, সাবেক উপসমন্বকারী (দপ্তর) সৈয়দ সাকাল আবেদীন, কার্যকরী পরিষদের সদস্য সৈয়দ মুরাদ আহমেদ, হাফিজ সৈয়দ আলমগীর গাজী, সৈয়দ যহির আহমেদ, সাধারণ সদস্য সৈয়দ মুজাদ্দীদ, সৈয়দ দিনার আহমেদ, সৈয়দ আয়ুব, সৈয়দ জাকীর, সৈয়দ জীবান, সৈয়দ জায়েদ, সৈয়দ ফাহিম, সৈয়দ ফরহাদ, মো. ইবাদুর, সৈয়দ হাম্মাদ প্রমুখ।

বিএ-০৪