গোলাপগঞ্জ প্রতিনিধি
ডিসেম্বর ১২, ২০২০
০৭:৪০ অপরাহ্ন
আপডেট : ডিসেম্বর ১২, ২০২০
১০:১৪ অপরাহ্ন
গোলাপগঞ্জ মুক্ত দিবস আজ। দীর্ঘ ৯ মাস যুদ্ধের পর ১৯৭১ সালের ১২ ডিসেম্বর সিলেটের গোলাপগঞ্জ উপজেলা পাক হানাদারবাহিনীর কবল থেকে মুক্ত হয়েছিল।
১৯৭১ সালের এই দিনে গোলাপগঞ্জে স্বাধীন বাংলাদেশের লাল-সবুজ পতাকা উত্তোলন করেন পৌরসভার রণকেলী এলাকার দক্ষিণভাগ গ্রামের বীর মুক্তিযোদ্ধা মরহুম জি এন চৌধুরী হুমায়ুন।
ওইসময় পতাকা উত্তোলনের সঙ্গে সঙ্গে উপজেলার বিভিন্ন জায়গা থেকে আসা বীর মুক্তিযোদ্ধা ও হাজার হাজার উল্লসিত জনতা মুক্তির পতাকা হাতে ‘জয় বাংলা’ স্লোগানে প্রকম্পিত করে তোলেন উপজেলার রাজপথ।
গোলাপগঞ্জ মুক্ত দিবস উপলক্ষে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে আজ শনিবার (১২ ডিসেম্বর) সকাল ১১টায় গোলাপগঞ্জ চৌমুহনীতে মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ের সম্মুখে একটি আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
এফএম/বিএন-০১/আরআর-০১