কানাইঘাট প্রতিনিধি
ডিসেম্বর ১২, ২০২০
০৮:৩৬ অপরাহ্ন
আপডেট : ডিসেম্বর ১২, ২০২০
১০:৩১ অপরাহ্ন
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের নিন্দা জানিয়ে আজ শনিবার (১২ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় ‘জাতির পিতার সম্মান রাখবো মোরা অম্লান’ স্লোগান নিয়ে সিলেটের কানাইঘাটে উপজেলা পর্যায়ের সরকারি কর্মকর্তারা প্রতিবাদ সভা করেছেন।
এর আগের উপজেলা সম্মেলন কক্ষে নির্বাহী কর্মকর্তা সুমন্ত ব্যানার্জির সভাপতিত্বে সর্বস্তরের সরকারি কর্মকর্তাদের উপস্থিতিতে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের নিন্দা জানিয়ে তারা বলেন, মহান স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধুকে সকল সম্মানের উর্ধ্বে রাখতে হবে। জাতির পিতার অবমাননা হয় এমন কর্মকাণ্ড মেনে নেওয়া যায় না।
সরকারি কর্মকর্তারা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের তীব্র নিন্দা জানিয়ে ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন এবং ভবিষ্যতে যাতে কেউ এ ধরণের দুঃসাহস দেখাতে না পারে সেজন্য দেশবাসীকে সোচ্চার হওয়ার আহ্বান জানান।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে অবস্থান করে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদ জানান উপজেলা পর্যায়ের সরকারি কর্মকর্তারা।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবিদা সুলতানা, কানাইঘাট সার্কেলের এএসপি মো. আব্দুল করিম, কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুদ্দোহা পিপিএমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
এমআর/বিএন-০৩/আরআর-০৩