গোলাপগঞ্জে রিংকু চৌধুরীর সমর্থনে মতবিনিময়

গোলাপগঞ্জ প্রতিনিধি


ডিসেম্বর ১২, ২০২০
১১:৪৬ অপরাহ্ন


আপডেট : ডিসেম্বর ১২, ২০২০
১১:৪৬ অপরাহ্ন



গোলাপগঞ্জে রিংকু চৌধুরীর সমর্থনে মতবিনিময়

সিলেটের গোলাপগঞ্জে আসন্ন পৌরসভা নির্বাচনকে সামনে রেখে উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংস্কৃতিক সম্পাদক এবং রনকেলী বালিকা উচ্চবিদ্যালয় ও কলেজের পরিচালনা কমিটির সভাপতি মিজানুর রহমান চৌধুরী রিংকুর সমর্থনে রনকেলী লামা দক্ষিণভাগ এলাকাবাসীর উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১১ ডিসেম্বর) রাত ৯টায় এলাকার মুরুব্বি আব্দুল লতিফের সভাপতিত্বে ও সমাজসেবক বেলাল আহমদের পরিচালনায় এ মতবিনিময় সভায় বক্তব্য দেন, শিক্ষক তাজুল ইসলাম, হাফিজ আল মাহমুদ চৌধুরী, হানিফ আলী, আব্দুল হান্নান চৌধুরী, আলী হোসেন আলাই, ইসলাম উদ্দিন, রুহুল হুদা চৌধুরী রাহেল, মকবুল আলী, চানমনি রাম বিশ্বাস, আবুল কালাম প্রমুখ।

মতবিনিময় সভায় বক্তারা বলেন, রিংকু চৌধুরী যদি নির্বাচনে প্রার্থী হন তাহলে তারা দল-মতের উর্ধ্বে উঠে তাকে ভোট দিয়ে নির্বাচিত করবেন।

এ সময় মিজানুর রহমান চৌধুরী রিংকু বলেন, ‌‌'আমি বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে ছাত্রজীবনে ছাত্রলীগ করেছি আর বর্তমানে আওয়ামী লীগের রাজনীতি করছি। পৌর এলাকার সন্তান হিসেবে সবসময় এ অঞ্চলের মানুষের সুখে-দুঃখে পাশে থাকার চেষ্টা করেছি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি আমাকে নৌকা প্রতীকের প্রার্থী হিসেবে মনোনীত করেন তাহলে নির্বাচন করব। সবদিক বিবেচনা করে দল আমাকেই মনোনীত করার ব্যাপারে আমি আশাবাদী।' 

তিনি নির্বাচিত হলে পৌরবাসীকে সঙ্গে নিয়ে পৌরসভাকে উন্নয়নের মডেল হিসেবে গড়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

 

এফএম/আরআর-০৯