ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে সিলেট চেম্বারের মানববন্ধন

সিলেট মিরর ডেস্ক


ডিসেম্বর ১৩, ২০২০
০১:৫৮ পূর্বাহ্ন


আপডেট : ডিসেম্বর ১৩, ২০২০
০১:৫৮ পূর্বাহ্ন



ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে সিলেট চেম্বারের মানববন্ধন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুর ও অবমাননার প্রতিবাদে সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ ডিসেম্বর) সকাল সাড়ে ১১ টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

মানববন্ধনে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও সিলেট চেম্বার নেতৃবৃন্দ সম্প্রতি বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর ও বঙ্গবন্ধুকে অবমাননার তীব্র প্রতিবাদ জানান। তারা এ ঘটনার সুষ্ঠু বিচার দাবী করেন। 

মানববন্ধনে উপস্থিত ছিলেন দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি আবু তাহের মো. শোয়েব, সিলেট মহানগর আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, সিলেট চেম্বারের পরিচালক মো. মামুন কিবরিয়া সুমন, ফালাহ উদ্দিন আলী আহমদ, মো. আব্দুর রহমান (জামিল), সদস্য শোয়েব আহমদ, আক্তার চৌধুরী রুবেল, কিবরিয়া হোসেন নিঝুম, সাইফুর রহমান, জুয়েল আহমদ খান প্রমুখ। 

বিএ-০৮