সিলেট মিরর ডেস্ক
ডিসেম্বর ১৩, ২০২০
০৬:২৪ পূর্বাহ্ন
আপডেট : ডিসেম্বর ১৩, ২০২০
০৬:২৪ পূর্বাহ্ন
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেটের উপ-পরিচালক মো. ফখরুল ইসলাম বলেছেন, ‘করোনাকালে জনসাধারণের পুষ্টি নিশ্চিতের বিষয়টি অনেক বেশি গুরুপূর্ণ হয়ে উঠেছে। সেটা নিশ্চিতের জন্য ব্যবসায়ীদের আরও বেশি সচেতনতা জরুরি। খাদ্য তৈরির সঠিক পরিবেশ ও পরিচ্ছন্নতা বজায় না থাকলে সেই খাবার যতই সুস্বাদু হোক তা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। ব্যবসায়ীরা সচেতন হলে অপুষ্ঠিজনিত কোনো পণ্য জনসাধারণের হাতে উঠবে না। তাই জনসাধারণের পুষ্টি নিশ্চিত করতে হলে ব্যবসায়ীদের সচেতনতা বেশি জরুরি।’
শনিবার (১২ ডিসেম্বর) সকালে সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ও জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি বাংলাদেশ সিলেট জেলার যৌথ উদ্যোগে অনুষ্ঠিত ‘সান বিজনেস নেটওয়ার্কের ধারণা’ শীর্ষক কর্মশালার উদ্বোধনীতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
দি সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আবু তাহের মো. শোয়েবের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন, জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি বাংলাদেশ (নাসিব)-এর কেন্দ্রীয় সহ সভাপতি মো. ইফতেখার আলী বাবু। শুভেচ্ছা বক্তব্য দেন, নাসিব সিলেট জেলা শাখার সভাপতি ও সিলেট চেম্বার অব কমার্সের পরিচালক আলীমুল এহছান চৌধুরী।
অনুষ্ঠানে বক্তব্য দেন, সিলেট চেম্বারের সিনিয়র সহসভাপতি চন্দন সাহা, সান বিজনেস নেটওয়ার্কের কান্ট্রি কো-অর্ডিনেটর সৈয়দ মুনতাসির রেদওয়ান, জুনিয়র কনসালটেন্ট মার্ক প্রান্তা হ্যাগিডক, সিলেট চেম্বারের পরিচালক মো. মামুন কিবরিয়া সুমন, ফালাহ উদ্দিন আলী আহমদ, মো. আব্দুর রহমান জামিল, মো. আতিক হোসেন, নাসিব সিলেটের সহ সভাপতি জুবায়ের রকিব চৌধুরী প্রমুখ।
বিএ-০৩