নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বর ১৩, ২০২০
০৬:৪৪ পূর্বাহ্ন
আপডেট : ডিসেম্বর ১৩, ২০২০
০৬:৪৪ পূর্বাহ্ন
সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম বলেছেন, ‘গ্রাম আদালত জনগণের কাছে পৌঁছাতে হিসাব সহকারীদের ভূমিকা গুরুত্বপূর্ণ।’ শনিবার (১২ ডিসেম্বর) সিলেট জেলা প্রশাসন এবং স্থানীয় সরকার বিভাগের আয়োজনে ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটদের গ্রাম আদালত বিষয়ক তিনদিনব্যাপী প্রশিক্ষণের (৩য় ব্যাচের) উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
জেলা প্রশাসক বলেন, ‘জনগণের দোরগোড়ায় গ্রাম আদালত সেবা পৌঁছে দিতে হিসাব সহকারীদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ।’
তিনি গ্রাম আদালতকে কার্যকর করতে প্রধানমন্ত্রীর নির্দেশনার কথা সকলকে স্মরণে রেখে গ্রাম আদালত আইন এবং বিধিমালা অনুসরণ করে যথাযথভাবে নিজেদের দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন।
স্থানীয় সরকার সিলেটের উপপরিচালক মীর মোহাম্মদ মাহবুবুর রহমানের সভাপতিত্বে প্রশিক্ষণে বিভিন্ন অধিবেশন পরিচালনা করবেন সিলেটের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কাওসার আহমেদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এএইচএম মাহফুজুর রহমান, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক শাহিনা আক্তার, সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মতিয়ার রহমান এবং গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের জেলা ফ্যাসিলিটেটর খন্দকার রবিউল আউয়াল নাসিম।
বিএ-০৫