সিলেট মিরর ডেস্ক
ডিসেম্বর ১৩, ২০২০
০৬:৫০ পূর্বাহ্ন
আপডেট : ডিসেম্বর ১৩, ২০২০
০৬:৫০ পূর্বাহ্ন
বিশিষ্ট কবি, ছড়াকার ও শিক্ষক নেতা আব্দুল বাসিত মোহাম্মদের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ীদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা গ্রহণ এবং ক্ষতিপূরণ প্রদানের দাবি জানিয়েছে সম্মিলিত সাংস্কৃতিক জোট ও সম্মিলিত নাট্য পরিষদ সিলেট।
শনিবার (১২ ডিসেম্বর) এক বিবৃতিতে সংগঠনের নেতৃবৃন্দ এই দাবি জানান। বাসিত মোহাম্মদের মৃত্যুতে গভীর শোক ও শ্রদ্ধা জানিয়ে দুই সংগঠনের নেতৃবৃন্দ বলেন, ‘কবি আব্দুল বাসিতের মৃত্যু স্বাভাবিক নয়। এটি একটি মর্মান্তিক মৃত্যু। আম্বরখানায় নির্মাণাধীণ ড্রেনের নিরাপত্তাবেষ্টনী না থাকায় অপরিকল্পিত উন্নয়নের শিকার হয়েছেন তিনি।’
নেতৃবৃন্দ এই মর্মান্তিক মৃত্যুর ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অবহেলাকে দায়ী করে বলেন, ‘নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ীদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা গ্রহণ ও কবির পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে।’ ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে সিটি করপোরেশনকে মানুষের চলাচলে প্রতিবন্ধকতা নিসরনে তড়িৎ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণেরও অনুরোধ জানান তারা।
বিবৃতিদাতারা হলেন, সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেটের সভাপতি আমিনুল ইসলাম চৌধুরী লিটন, সাধারণ সম্পাদক গৌতম চক্রবর্তী, সম্মিলিত নাট্য পরিষদের সভাপতি মিশফাক আহমদ চৌধুরী মিশু ও সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত।
বিএ-০৬