সিলেট মিরর ডেস্ক
ডিসেম্বর ১৩, ২০২০
০৭:২৩ পূর্বাহ্ন
আপডেট : ডিসেম্বর ১৩, ২০২০
০৭:২৩ পূর্বাহ্ন
সিলেট তামাবিল সড়কে ট্রাক শ্রমিকরা অবরোধ করেছে। জৈন্তাপুর উপজেলার বাগেরসড়ক এলাকায় এই অবরোধ করে তারা। শনিবার দিবাগত রাত সাড়ে ১১ টার দিকে এই ঘটনা ঘটে।
অবরোধের কারণে দুই পাশে কয়েক কিলোমিটার সড়কজুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। কয়েক ঘন্টা থেকে গাড়িতে বসে দুর্ভোগ পোহাচ্ছেন দেশের বিভিন্ন স্থান থেকে আগত পর্যটকসহ যাত্রীসাধারণ। আটকে আছে অ্যাম্বুলেন্সও। রাত সাড়ে ১২ টা অবধি অবরোধ চলছিল বলে স্থানীয় সূত্রে জানা যায়।
জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মহসীন আলী সিলেট মিররকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, বালু মহালের দুই পক্ষের রয়্যালিটি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। সেই বিরোধের জের ধরে সড়ক অবরোধ করছেন শ্রমিকরা। আমরা একদিক দিয়ে অবরোধ তুলে দেই তো অন্যদিকে গিয়ে তারা অবরোধ করে।
আরসি-০১