সিলেট উইমেন চেম্বারের মানববন্ধন

সিলেট মিরর ডেস্ক


ডিসেম্বর ১৩, ২০২০
০৭:৩৫ পূর্বাহ্ন


আপডেট : ডিসেম্বর ১৩, ২০২০
০৭:৩৫ পূর্বাহ্ন



সিলেট উইমেন চেম্বারের মানববন্ধন

ভাস্কর্য ভাঙচুর ও বঙ্গবন্ধুকে অবমাননার প্রতিবাদে মানববন্ধন করেছে সিলেট উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি।  শনিবার সকালে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সিলেট উইমেন চেম্বারের সভাপতি স্বর্ণলতা রায়ের সভাপতিত্বে ও পরিচালক লুবানা ইয়াসমিনের পরিচালনায়, মানববন্ধনে একাত্মতা ঘোষণা করেন সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি মাসুক উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন, সিলেট উইমেন চেম্বারের পরিচালক রাবেয়া আকতার রিয়া, নাসরিন বেগম, সামসুন নাহার, সদস্য সাল-সাবিল মাহবুবা কান্তা, তাসনিম আকতার, খালেদা বেগম, স্বপ্না বেগম প্রমুখ।

আরসি-০৩