কদমতলীতে বোমা হামলায় আব্দুল আজিজের আমৃত্যু কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক


ডিসেম্বর ১৩, ২০২০
০৭:৩৯ অপরাহ্ন


আপডেট : ডিসেম্বর ১৪, ২০২০
১২:৩৫ পূর্বাহ্ন



কদমতলীতে বোমা হামলায় আব্দুল আজিজের আমৃত্যু কারাদণ্ড

সিলেটের কদমতলী কেন্দ্রীয় বাস টার্মিনালে বোমা হামলার মামলায় জামাআতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) নেতা মাওলানা আব্দুল আজিজকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত।

আজ রবিবার (১৩ ডিসেম্বর) দুপুরে সিলেটের অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক মোমিনুন্নেসা এ রায় ঘোষণা করেন। 

বিষয়টি নিশ্চিত করে আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) জুবায়ের বখত বলেন, ‘কদমতলী বাস টার্মিনালে বোমা হামলার ঘটনায় আব্দুল আজিজকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত।’

উল্লেখ্য, ২০০৫ সালের ১৭ আগস্ট সিলেটের আদালতপাড়াসহ বিভিন্ন এলাকায় একাধিক বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এরই ধারাবাহিকতায় সিলেটের কদমতলী কেন্দ্রীয় বাস-টার্মিনাল জামে মসজিদে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে।

সিলেটের কদমতলী কেন্দ্রীয় বাস-টার্মিনাল মসজিদের পাশে সকাল সোয়া ১১টার দিকে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে সিলেট এসআই মুমিনুল ইসলাম বাদী হয়ে হয়ে অজ্ঞাতপরিচয় আসামি করে মামলা দায়ের করেন। ২০০৬ সালের ২৩ মার্চ আব্দুল আজিজ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। পরে মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক আব্দুল হামিদ এ মামলায় আব্দুল আজিজকে একক আসামি করে চার্জশিট দেন আদালতে।

এনএইচ/বিএ-১৫