সিলেটে ডোবা থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক


ডিসেম্বর ১৩, ২০২০
১০:৫১ অপরাহ্ন


আপডেট : ডিসেম্বর ১৩, ২০২০
১০:৫১ অপরাহ্ন



সিলেটে ডোবা থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

সিলেট নগরের মেন্দিবাগ এলাকার একটি ডোবা থেকে এক অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। 

আজ রবিবার (১৩ ডিসেম্বর) বেলা ১টার দিকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে কোতোয়ালি থানা পুলিশ। যুবকের বুকে আঘাতে চিহ্ন রয়েছে বলে জানা গেছে। 

বিষয়টি সিলেট মিররকে নিশ্চিত করেন কোতোয়ালি ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মিয়া।

তিনি বলেন, 'নতুন ব্রীজ সংলগ্ন মেন্দিবাগ এলাকাস্থ একটি ডোবায় অজ্ঞাত এক যুবকের লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয় মানুষ। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে যুবকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানীর মর্গে পাঠিয়েছে।’ যুবকের বয়স আনুমানিক ১৯-২০ বছর হবে জানিয়ে তিনি বলেন, ‘তার বুকের বাঁ পাশে আঘাতের চিহ্নের মত রয়েছে।'

 

এনএইচ-০১/এএফ-০১