সাইক্লোনের নতুন সভাপতি জাবেদ, সম্পাদক লিপন

সিলেট মিরর ডেস্ক


ডিসেম্বর ১৪, ২০২০
০১:২১ পূর্বাহ্ন


আপডেট : ডিসেম্বর ১৪, ২০২০
০১:২২ পূর্বাহ্ন



সাইক্লোনের নতুন সভাপতি জাবেদ, সম্পাদক লিপন

আশির দশকের শুরুতে সিলেটে যাত্রা শুরু করা সামাজিক সংগঠন ‘সাইক্লোন’ চার দশক পার করেছে। সময়ের ব্যবধানে সিলেট বিভাগভিত্তিক চালু হওয়া এ সংগঠনের অনেক সদস্যই এখন পেশাগত কারণে দেশ-বিদেশে ছড়িয়ে রয়েছেন। তবে সাইক্লোনের কার্যক্রম অব্যাহত রয়েছে। তারই ধারাবাহিকায় ২০২১-২২ সালের জন্য সংগঠনের নতুন কমিটি গঠিত হয়েছে। নতুন কমিটির সভাপতি হয়েছেন জাবেদ আহমদ এবং সাধারণ সম্পাদক হয়েছেন ছড়াশিল্পী অ্যাডভোকেট আব্দুস সাদেক লিপন

গত ৫ ডিসেম্বর সংগঠনের সাধারণ সভার সিদ্ধান্ত মোতাবেক এ কমিটি ঘোষণা করা হয়।

১৫ সদস্য বিশিষ্ট কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ সভাপতি মো. আব্দুস সামাদ, পরিচালক (অর্থ) আব্দুল বাতিন ফয়সল, পরিচালক (প্রচার ও প্রকাশনা) নূরুল হুদা চৌধুরী কয়েস, পরিচালক (শিক্ষা) পরেশ চন্দ্র দেবনাথ, পরিচালক (সমাজসেবা) মোহাম্মদ আলী আকতার, পরিচালক (সাহিত্য) নাঈমা চৌধুরী। কার্যনির্বাহী কমিটির সদস্য হয়েছেন  সেলিম আউয়াল, মোয়াজ আফসার, হারান কান্তি সেন, মুক্তা বেগম, মোহাম্মদ সিরাজুল ইসলাম, আলেয়া রহমান ও তাসলিমা খানম বীথি। 

নতুন কমিটি আগামী ১ জানুয়ারি ২০২১ থেকে দায়িত্বপালন শুরু করবে। 

 

এএফ/০৪