কোম্পানীগঞ্জ প্রতিনিধি
ডিসেম্বর ১৪, ২০২০
০২:৪৩ পূর্বাহ্ন
আপডেট : ডিসেম্বর ১৪, ২০২০
০২:৪৩ পূর্বাহ্ন
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় নবগঠিত মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের কমিটিকে পকেট কমিটি উল্লেখ করে ওই কমিটি বাতিলের দাবিতে সভা করেছেন মুক্তিযোদ্ধাদের সন্তানেরা।
আজ রবিবার (১৩ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলার একটি অস্থায়ী কার্যালয়ে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের নেতা দিলোয়ার হোসেন জীবনের সভাপতিত্বে ও মো. মতিন ভূঁইয়ার পরিচালনায় এ সভা অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, উপজেলার সকল মুক্তিযোদ্ধার সন্তানদের সঙ্গে আলোচনা না করে অর্থের বিনিময়ে কমিটি গঠন করায় উপজেলাজুড়ে উত্তেজনা বিরাজ করছে। এ পরিস্থিতিতে দাঙ্গা-হাঙ্গামা সৃষ্টি হতে পারে। তাই প্রশাসন ও জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের নেতৃবৃন্দ এই কমিটি বাতিল করে নিরপেক্ষ কমিটি দেওয়ার দাবি জানান। নবগঠিত কমিটি থেকে ইতোমধ্যে পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান সাংগঠনিক সম্পাদক কবির মিয়া ও দপ্তর সম্পাদক দিলোয়ার হোসেন জীবন।
কমিটি বাতিলের দাবিতে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন, বীর মুক্তিযোদ্ধার সন্তান চাঁন মিয়া, দিলোয়ার হোসেন, সোহাগ মিয়া, ফখরুল ইসলাম, জাকির হোসেন, রফিক মিয়া, কবির মিয়া, জামাল মিয়া, আব্দুল হেকিম, আব্দুল জব্বার, ফারুক আহমেদ, শাহিন মিয়া, শামসু মিয়া, মুসলিম মিয়া, আব্দুল হামিদ, আব্দুল মতিন, হারুন, আশরাফুল ইসলাম, চাঁন মিয়া, ফারুক মিয়া, আলী মিয়া, হারিছ মিয়া, শাহেদ মিয়া, কাদির আলী, আব্দুল হান্নান, মো. সেলিম, মো. ইকবাল হোসেন, লুলু মিয়া, ইয়াসিন, জালাল মিয়া, মন্নান, শরিফ উদ্দিন, শামীম আহমদ, জারু মিয়া, মাহবুব মিয়া প্রমুখ।
এমকে/আরআর-১০