নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বর ১৪, ২০২০
০৪:০৭ পূর্বাহ্ন
আপডেট : ডিসেম্বর ১৪, ২০২০
০৪:১১ পূর্বাহ্ন
সিলেট শহরতলীর টুকেরবাজার এলাকায় একটি গ্যাস লাইনের পাইপ থেকে লাগা আগুন ১ ঘন্টার চেষ্টার পর নিয়ন্ত্রণে এসেছে। বন্ধ থাকা যান চলাচলও স্বাভাবিক হয়েছে বলে জানিয়েছেন, জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অকিল উদ্দিন।
আজ রবিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে এ আগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। সড়ক সংস্কার করতে গিয়ে ক্রেন দিয়ে মাটি কাটার সময় একটি গ্যাস পাইপ ক্ষতিগ্রস্ত হয়ে ২০ স্কয়ার ফিট এলাকায় গ্যাস ছড়িয়ে পড়ে বলে জানান সিলেট দমকল বাহিনীর উপ-পরিচালক কোবাদ আলী সরকার।
সিলেট জালালাবাদ গ্যাস লিমিডেটের উপ-ব্যবস্থাপক সালাম আহমেদ বলেন, সুরমার উপর শাহজালাল তৃতীয় সেতুর কাছে ক্রেন দিয়ে মাটি খুঁড়তে গিয়ে সেন্ট্রাল পাইপ ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে আগুন নেভাতে সদর উপজেলার বাদাঘাট এলাকায় দু’টি বাল্ব ফিট বন্ধ করে দেওয়া হয়েছে। লাইন মেরামতের পর আবারও গ্যাস সরবরাহ চালু করা হবে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট রাত ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
এনএইচ-০৩/বিএ-২২