সিকৃবিতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

সিলেট মিরর ডেস্ক


ডিসেম্বর ১৪, ২০২০
০৬:২৯ অপরাহ্ন


আপডেট : ডিসেম্বর ১৪, ২০২০
০৬:২৯ অপরাহ্ন



সিকৃবিতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

বিনম্র শ্রদ্ধা ও যথাযোগ্য মর্যাদায় সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। আজ সোমবার (১৪ ডিসেম্বর) সূর্যোদয়ের পর পতাকা অর্ধনমিত করার মধ্যে দিয়ে দিবসটির কার্যক্রম শুরু হয়।

এরপর কালো ব্যাজ ধারন করে করোনাকালীন স্বাস্থ্যবিধি মেনে প্রশাসন ভবনের সামনে হতে শোকর‌্যালি বের হয়। র‌্যালিটি সিকৃবির কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয় বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দপ্তর। র‌্যালিটির নেতৃত্ব দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. মতিয়ার রহমান হাওলাদার।

পুষ্পস্তবক অর্পণ শেষে তিনি বলেন,  ‘১৯৭১ সালের ১৪ ডিসেম্বর হানাদার ও এদেশীয় দোসররা জাতির সূর্যসন্তানদের হত্যা করেছিল। তারা এখনও সুযোগ পেলে জাতির পতাকা খামচে ধরতে চায়। ৭১ এর সেই মৌলবাদী শক্তি এখন আবার ভাস্কর্যের বিরোধীতা করছে।’

তিনি শহীদ বুদ্ধিজীবীদের বিভিন্ন কীর্তির স্মৃতিচারণ করেন এবং দেশমাতৃকার প্রতি তাঁদের এই মহান আত্মত্যাগের মহিমা জাতীয় জীবনে প্রয়োগ করার জন্য সকলকে আহবান জানান।

র‌্যালি শেষে পুষ্পস্তবক দিয়ে শহীদ বুদ্ধিজীবীদের শ্রদ্ধা জানান ভাইস চ্যান্সেলর, ডিনবৃন্দ, রেজিস্ট্রারসহ বিভিন্ন অনুষদের শিক্ষকবৃন্দ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও কর্মচারীবৃন্দ। মুজিব জন্মশতবার্ষিকী উদযাপন কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. মো. আবদুল বাসেত অনুষ্ঠন পরিচালনা করেন।

আরসি-০২