শহীদ বুদ্ধিজীবী দিবসে বিবিআইএস’র আলোচনা সভা

সিলেট মিরর ডেস্ক


ডিসেম্বর ১৪, ২০২০
০৮:৩৫ অপরাহ্ন


আপডেট : ডিসেম্বর ১৪, ২০২০
০৮:৩৫ অপরাহ্ন



শহীদ বুদ্ধিজীবী দিবসে বিবিআইএস’র আলোচনা সভা

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে ব্রিটিশ বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (১৪ ডিসেম্বর) বিদ্যালয় ক্যাম্পাসে এই আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা বলেন, মুক্তিযুদ্ধ চলাকালে বাঙালি বুদ্ধিজীবী নিধন বাংলাদেশের ইতিহাসে নৃশংসতম ও বর্বরোচিত হত্যাযজ্ঞ। জাতি যখন বিজয়ের খুব কাছে সেই সময়  এদেশীয় দোসরদের সহযোগিতায় পাকিস্তানি বাহিনী দেশের শ্রেষ্ঠ সন্তানদের ধরে ধরে ইতিহাসের জঘন্যতম হত্যাকাণ্ড চালায়। বাঙালি শিক্ষাবিদ, সাংবাদিক, সাহিত্যিক, চিকিৎসক, বিজ্ঞানী, আইনজীবী, শিল্পী, দার্শনিক ও রাজনৈতিক চিন্তাবিদগণ এই সুপরিকল্পিত হত্যাযজ্ঞের শিকার হন।

ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ নাজভীন আক্তারের সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, সিনিয়র শিক্ষক নাহিদা আক্তার, বিজিত দেব রায়, মুহিবুল হাসান চৌধুরী, সহকারি সিনিয়র শিক্ষক প্রসেনজিৎ ভট্টাচার্য্য, শামসুন্নাহার বেবী, সালেহ আহমদ, সহকারি শিক্ষক সৈয়দ মেহিদী মাহবুব, সুমন আল মাহমুদ, রাবেয়া বেগম। আলোচনা সভায় মোনাজাত পরিচালনা করেন সহকারি শিক্ষক জহিরুল ইসলাম।

বাংলা শিক্ষক তানভীর খানের উপস্থাপনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জুনিয়র শিক্ষক নাহিদা চৌধুরী, উমর ফারুক, সবুজ মিয়া, সহকারি জুনিয়র শিক্ষক ভানলাল রুয়াতী লুসাই, ফাহিয়া মারজানা, নাজিয়া আশরাফি লস্কর, আল্লামা ইকবাল, বাবুল চন্দ্র দাস, মল্লিকা দাস, সাবিহা ইসলাম, আয়েশা আজিম চৌধুরী, রওশনারা ইয়াসমিন, শরীফুল ইসলাম, মাহমুদ হোসেইন চৌধুরী, শিক্ষক নুরাইয়া ইসলাম, মোহাম্মদ আবরার নাফি, একাউন্টস অফিসার নিঝুম চৌধুরী, সহকারি একাউন্টস অফিসার আজিজুর রহমান, পিটি মাস্টার শামসু মিয়া, কম্পিউটার অপারেটর সুলাইমান আহমদ সোহেল সহ বিদ্যালয়ের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।  

আরসি-১২