গোয়াইনঘাটে নবাগত ইউএনও'র সঙ্গে প্রেসক্লাবের মতবিনিময়

গোয়াইনঘাট প্রতিনিধি


ডিসেম্বর ১৫, ২০২০
০২:১২ পূর্বাহ্ন


আপডেট : ডিসেম্বর ১৫, ২০২০
০২:১২ পূর্বাহ্ন



গোয়াইনঘাটে নবাগত ইউএনও'র সঙ্গে প্রেসক্লাবের মতবিনিময়

সিলেটের গোয়াইনঘাট উপজেলার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিলুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন গোয়াইনঘাট প্রেসক্লাবের নেতৃবৃন্দ। আজ সোমবার (১৪ ডিসেম্বর) দুপুরে গোয়াইনঘাট প্রেসক্লাবের মিলনায়তনে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

গোয়াইনঘাট প্রেসক্লাবের সভাপতি এম. এ মতিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাকির হোসেনের পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন, গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ মো. ফজলুর হক, গোয়াইনঘাট প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মিনহাজ উদ্দিন, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. করিম মাহমুদ লিমন, সুভাস দাস, অর্থ সম্পাদক মিনহাজ মির্জা, দপ্তর সম্পাদক রফিক সরকার, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শাহ আলম, নির্বাহী সদস্য আব্দুল মালিক, মনজুর আহমদ, হারুন অর রশিদ, মো. আলী হোসেন, দুর্গেশ চন্দ্র সরকার বাপ্পি, সদস্য মনসুর আলম প্রমুখ।

এ সময় গোয়াইনঘাটের নবাগত ইউএনও তাহমিলুর রহমান বলেন, সীমান্ত জনপদ গোয়াইনঘাটে আমি আমার কর্মকালীন সময়ে এই উপজেলার মাটি ও মানুষের সঙ্গে মিলেমিশে কাজ করে যেতে চাই। দায়িত্বপালনকালীন সময়ে গোয়াইনঘাটে কর্মরত সাংবাদিকদের সব ধরণের সহযোগিতা কামনা করে তিনি বলেন, সংবাদপত্র হচ্ছে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। আর সাংবাদিকরা জাতির দর্পন হিসেবে দেশের বাস্তব চিত্র সমাজের কাছে তুলে ধরেন।

তিনি আরও বলেন, আমি জেনেছি গোয়াইনঘাটের সংবাদকর্মীরা অত্যন্ত ভালো। তারা সবসময় প্রশাসনকে সকল কাজে সহযোগিতা করে আসছেন। আপনাদের সহযোগিতার মাধ্যমে সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড স্বচ্ছতার সহিত বাস্তবায়ন হয় এবং প্রশাসন সবধরণের সেবা দ্রুত জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সক্ষম হয়। দায়িত্বপালনকালে সরকারের নির্বাহী আদেশ মেনে আইন অনুযায়ী সবধরণের কাজ করব। এর কোনো ব্যত্যয় হবে না।

মতবিনিময়কালে গোয়াইনঘাট প্রেসক্লাবের নেতৃবৃন্দ নবাগত নির্বাহী কর্মকর্তা তাহমিলুর রহমানকে দায়িত্বপালনকালে সবধরণের সহযোগিতার আশ্বাস প্রদান করে বলেন, সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরার পাশাপাশি গোয়াইনঘাটের আর্থসামাজিক উন্নয়নসহ প্রশাসনের সকল কাজে গোয়াইনঘাটের সাংবাদিকরা সবসময় সহযোগিতা করে আসছেন। ভবিষ্যতেও এ সহযোগিতা অব্যাহত থাকবে।

 

এমএম/আরআর-১১