সিলেট মিরর ডেস্ক
ডিসেম্বর ১৫, ২০২০
০২:২৭ পূর্বাহ্ন
আপডেট : ডিসেম্বর ১৫, ২০২০
০২:২৭ পূর্বাহ্ন
কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে সিলেটে মানববন্ধন ও সমাবেশ করেছে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ।
আজ সোমবার (১৪ ডিসেম্বর) দুপুরে জেলা পরিষদ সিলেটের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
সিলেট জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট নিজাম উদ্দিনের সভাপতিত্বে এবং সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবি পরিষদের অন্যতম নেতা অ্যাডভোকেট এ কে এম শমিউল আলমের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন,সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, সিলেটের স্পেশাল পাবলিক প্রসিকিউটির অ্যাডভোকেট মনির উদ্দিন, সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচিত প্রতিনিধি অ্যাডভোকেট এ এফ এম রুহুল আনাম চৌধুরী মিন্টু, সিলেট মহানগর আওয়ামী লীগ নেতা ও সরকারি কৌঁশলী অ্যাডভোকেট রাজ উদ্দিন, সিলেট মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট নওশাদ আহমেদ চৌধুরী, সাবেক স্পেশাল পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট শাহ মোশাহীদ আলী, সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মঈনুল ইসলাম, প্রবীণ আইনজীবী ও মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মুজিবুর রহমান চৌধুরী, সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট জামিলুল হক জামিল, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সরোয়ার আহমদ চৌধুরী আবদাল, অ্যাডভোকেটআব্দুল কুদ্দুস, হোসেন আহমদ, সংগঠনের অন্যতম নেতা অ্যাডভোকেট প্রদীপ ভট্টাচার্য্য, সিলেট কর আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা ও সিলেটের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মাহফুজুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের অন্যতম নেতা অ্যাডভোকেট আনোয়ার হোসেন, অ্যাডভোকেট জসিম উদ্দিন, অ্যাডভোকেট রনজিত সরকার, অ্যাডভোকেট কিশোর কুমার কর, অ্যাডভোকেট ইমরান আহমদ, অ্যাডভোকেট দেবব্রত চৌধুরী লিটন, অ্যাডভোকেট মো. কাওসার আহমদসহ পাঁচ শতাধিক আইনজীবী।
মানববন্ধনে বক্তারা বলেন, ‘মুক্তিযুদ্ধের সময় পরাজিত পাকিস্তানের প্রেতাত্মারা আবারও সক্রিয় হয়ে উঠছে। এই পরাজিত শক্তির বিরুদ্ধে কঠোর আন্দোলন গড়ে তোলতে হবে। যারা জাতির পিতার ভাস্কর্য ভাংচুর ও অবমাননা করেছে তাদেরকে কোনভাবেই ছাড় দেওয়া যাবে না।’ সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়ে বক্তারা বলেন, ‘সারা বাংলাদেশের আইনজীবী সমাজ ঐক্যবদ্ধভাবে এই সাম্প্রদায়িক শক্তিকে পরাজিত করতে কখনও পিছপা হবে না। এদের বিরুদ্ধে সকল শ্রেণি পেশার মানুষকে নিয়ে কঠোর আন্দোলন গড়ে তুলতে হবে।’
এ সময় বক্তারা আরও বলেন, ‘একাত্তরে এই সাম্প্রদায়িক অপশক্তিকে বীর মুক্তিযোদ্ধারা জবাব দিয়েছেন, এখন আবারও সেই সাম্প্রদায়িক অপশক্তি মাথাচাড়া দিয়ে উঠতে চায়। তারা আবারও সাম্প্রদায়িক উগ্রতা দেখাতে চাইলে তাদেরকে দাঁতভাঙ্গা জবাব দেওয়া হবে।’
এএফ/০৫