গাজী বুরহান উদ্দিন (র.) মাজারে ওরসের আনুষ্ঠানিকতা বাতিল

সিলেট মিরর ডেস্ক


ডিসেম্বর ১৫, ২০২০
০৭:২৭ পূর্বাহ্ন


আপডেট : ডিসেম্বর ১৫, ২০২০
০৭:২৭ পূর্বাহ্ন



গাজী বুরহান উদ্দিন (র.) মাজারে ওরসের আনুষ্ঠানিকতা বাতিল

করোনা ভাইরাসের সংক্রমণের কারণে জনসমাগম এড়াতে এবার হজরত গাজী শাহ সৈয়দ বুরহান উদ্দিন (র.) মাজারের ওরসের আনুষ্ঠানিকতা বাতিল করা হয়েছে। তবে আগামী ১৯, ২০ ও ২১ ডিসেম্বর সীমিত পরিসরে রওজায়ে গোসল, খতমে কোরআন, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন মাজারের মোতাওয়াল্লী আতাউর রহমান।

তিনি জানান, ওরসের আনুষ্ঠানিকতা না থাকলেও ২০ ডিসেম্বর সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে গিলাপ প্রদান করবেন জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী ও বর্তমান সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন।

তিনি বলেন, ‘ইতিহাসে প্রথমবারের মতো এবার আনুষ্ঠানিকতা ছাড়াই একেবারে সাদামাঠা ওরস উদযাপন হবে। করোনার প্রকোপ বেড়ে যাওয়ার আশঙ্কায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

মাজারের প্রশাসনিক কর্মকর্তা শাহ জালাল ফরিদ জানান, ছোট্ট পরিসরে এবার ওরস উদযাপন করবে মাজার কমিটি। স্থানীয় ভক্তগণ ছাড়া বাইরের কাউকে এখানে অংশ নেওয়া থেকে বিরত থাকার অনুরোধ করা হচ্ছে। ভক্তরা ওরসের দিন ঘরে বসে দোয়া ও মিলাদ মাহফিল করতে পারেন।

সিলেট অঞ্চলের প্রথম মুসলিম হিসেবে পরিচিত গাজী বুরহান উদ্দিনের সমাধি সিলেট নগরের ২৪ নম্বর ওয়ার্ডের সুরমা নদী তীরবর্তী কুশিঘাট এলাকায়। তাঁর মাজারকে কেন্দ্র করে এখানে প্রতিদিন দেশ-বিদেশের শত শত ভক্তের সমাগম হয়। দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিগণ সিলেট সফরে এসে হজরত শাহজালাল (র.), শাহপরাণ (র.) এর পাশাপাশি গাজী বুরহান উদ্দিন (র.) এর মাজার জিয়ারতে যান।

আরসি-০৭