টুকের বাজারের অগ্নিকাণ্ডে দগ্ধ সেই যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক


ডিসেম্বর ১৫, ২০২০
০৭:২১ অপরাহ্ন


আপডেট : ডিসেম্বর ১৫, ২০২০
০৭:২২ অপরাহ্ন



টুকের বাজারের অগ্নিকাণ্ডে দগ্ধ সেই যুবকের মৃত্যু

সিলেট শহরতলীর টুকের বাজারে গ্যাস লাইনের পাইপ থেকে লাগা অগ্নিকাণ্ডের ঘটনায় অগ্নিদগ্ধ শাহেদ মো. ফকির (৩৫) মারা গেছেন।

আজ মঙ্গলবার (১৫ ডিসেম্বর) ৫টা ৪৫ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। 

শাহেদ মো. ফকির স্থানীয় টুকের গাঁওয়ের বাসিন্দা এবং পেশায় চা দোকানী ছিলেন। তার তিন মেয়ে ও এক ছেলে রয়েছে।

গত রবিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে টুকেরবাজার ব্রিজ সংলগ্ন থেয়াঘাটের পাশে গ্যাস লাইনের পাইপ থেকে থেকে আগুনের সূত্রপাত হয়। ব্রিজের পাশে থাকা টং দোকানেও মুহূর্তে আগুন লেগে যায়। দোকানী শাহেদ এতে অগ্নিদগ্ধ হন। তাকে উদ্ধার করে সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়। পরে স্থানীয় এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের ৪টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

 

এনএইচ-০১/এএফ-০১