সিলেট মিরর ডেস্ক
ডিসেম্বর ১৬, ২০২০
০৬:৪২ পূর্বাহ্ন
আপডেট : ডিসেম্বর ১৬, ২০২০
০৬:৪২ পূর্বাহ্ন
সিলেট মহানগর পুলিশের (এমএমপি) জালালাবাদ থানার ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে এগারোটায় জালালাবাদ থানা প্রাঙ্গণে এই ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এসএমপির কমিশনার মো. নিশারুল আরিফ।
উপস্থিত ছিলেন অতিরিক্ত কমিশনার (ক্রাইম এন্ড অপস্) মো. শফিকুল ইসলাম, অতিরিক্ত উপকমিশনার (উত্তর-অপরাধ) মো. শাহরিয়ার আল মামুন, সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (জালালাবাদ থানা) নির্মলেন্দু চক্রবর্তী, সিলেট সদর উপজেলার চেয়ারম্যান আশফাক আহমদ এবং জালালাবাদ থানা এলাকার জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে স্থানীয় জনসাধারণ, জনপ্রতিনিধি, রাজনৈতিক প্রতিনিধি ও সাংবাদিক প্রতিনিধিবৃন্দ পুলিশের কার্যক্রম ও এলাকার নাগরিক সমস্যা নিয়ে তাদের নিজ নিজ বক্তব্য পুলিশ কমিশনারের সামনে উপস্থাপন করেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে পুলিশ কমিশনার স্থানীয় জনসাধারণের প্রশ্নের উত্তর দেওয়ার পাশাপাশি বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।
আরসি-০৪