ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে শিক্ষক সমিতির মানববন্ধন

সিলেট মিরর ডেস্ক


ডিসেম্বর ১৬, ২০২০
০৬:৫৬ পূর্বাহ্ন


আপডেট : ডিসেম্বর ১৬, ২০২০
০৬:৫৬ পূর্বাহ্ন



ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে শিক্ষক সমিতির মানববন্ধন

কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেটে মানববন্ধন ও সমাবেশ করেছে বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি (বাসমাশিস)।

মঙ্গলবার সকাল ১১টায় চৌহাট্টাস্থ সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন,‘জাতির পিতার ভাস্কর্য যারা ভাঙচুর করেছে তাদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। মুক্তিযুদ্ধের সময় পরাজিত পাকিস্তানের প্রেতাত্মারা আবারও সক্রিয় হয়ে উঠছে। এই পরাজিত শক্তির বিরুদ্ধে কঠোর আন্দোলন গড়ে তুলতে হবে। যারা জাতির পিতার ভাস্কর্য ভাঙচুর ও অবমাননা করেছে তাদেরকে কোনোভাবেই ছাড় দেওয়া যাবে না। তাদের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকতে হবে। সারা বাংলাদেশের শিক্ষক সমাজ ঐক্যবদ্ধভাবে এই সাম্প্রদায়িক শক্তিকে পরাজিত করতে কখনও পিছপা হবে না। এদের বিরুদ্ধে সকল শ্রেণি-পেশার মানুষকে নিয়ে কঠোর আন্দোলন গড়ে তুলতে হবে।’

বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি (বাসমাশিস) সিলেট অঞ্চলের সভাপতি ও পাইলট স্কুলের প্রধান শিক্ষক মো. কবির খাঁনের সভাপতিতে ও সিলেট জেলার সদস্য ফৌজিয়া আক্তারের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য দেন, কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক শওকত হোসেন, সিলেট অঞ্চলের যুগ্ম সম্পাদক মো. আবুল খায়ের, সিলেট জেলার সভাপতি হেপী বেগম, সাধারণ সম্পাদক বিপ্লব নন্দী, সদস্য আজিজুর রহমান প্রমুখ। মানববন্ধনে বিভিন্ন সরকারি স্কুলের শিক্ষকরা অংশগ্রহণ করেন।

আরসি-০৬