নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বর ১৬, ২০২০
০৮:১০ অপরাহ্ন
আপডেট : ডিসেম্বর ১৭, ২০২০
০৭:২৯ পূর্বাহ্ন
আজ ১৬ ডিসেম্বর। বাঙালির বিজয়ের দিন। এই দিনে একাত্তরের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে মানুষের ঢল নেমেছে। পৌষের প্রথমদিনের কনকনে ঠান্ডা উপেক্ষা করে সকাল থেকেই দেশপ্রেমী মানুষ ছুটেছেন শদীদ মিনারের দিকে। আর তাতে কিছুক্ষণের মধ্যেই লোকারণ্যে পরিণত হয় নগরের চৌহাট্টা এলাকা। বেলা বাড়ার সাথে সাথে বাড়তে থাকে ভিড়।
সকালে থেকে বিভিন্ন রাজনৈতিক-সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ফুল দিয়ে শ্রদ্ধা জানান শহীদদের প্রতি। এ সময় হাজারো মানুষের পদচারণায় মুখরিত হয়ে ওঠে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার চৌহাট্টা। নতুন প্রজন্মের হাতে শোভা পেয়েছে জাতীয় পতাকা। গায়ে লাল-সবুজের কাপড় জড়িয়ে শহীদ বেদিতে ফুলের অর্ঘ দিয়েছেন বিভিন্ন সংগঠনের সদস্যরা।
সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে প্রথমেই ফুল দিয়ে শ্রদ্ধা জানায় শহীদ মিনার বাস্তবায়ন কমিটি। এরপর একে একে মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা ও মহানগর ইউনিট, সিলেট সিটি কর্পোরেশন, বিভাগীয় কমিশনার, সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার, ডিআইজি সিলেট রেঞ্জ, সিলেট জেলা প্রশাসক, জেলা পরিষদ প্রশাসক, পুলিশ সুপার, সিলেট প্রেসক্লাব, সিলেট জেলা প্রেসক্লাব, সিলেট শিক্ষাবোর্ড চেয়ারম্যান, আর আর এফ কমান্ড্যান্ট, আর্মড ব্যাটালিয়ন পুলিশ, সদর উপজেলা চেয়ারম্যান, আনসার ভিডিপি, জেলা ও মহানগর আওয়ামীলীগ, জেলা ও মহানগর বিএনপি, জেলা ও মহানগর ছাত্রদল, জেলা ও মহানগর জাসদ, বাসদ, গণতন্ত্রী পার্টি, মহিলা আওয়ামীলীগ, জেলা ও মহানগর ছাত্রলীগ, মুক্তিযোদ্ধা যুব কমান্ড সিলেট জেলা, সম্মিলিত সাংস্কৃতিক জোটসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।
আজ সকাল ৬টা ৩১ মিনিট থেকে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে শুরু হয় শ্রদ্ধা নিবেদন।
এছাড়া, দুপুর ১২ টায় কিনব্রিজ প্রাঙ্গনে নগরনাটের নাটক স্লিপিং স্কোয়াড ছাড়াও সন্ধ্যায় আলোর মিছিল করবে সাংস্কৃতিক সংগঠন শ্রুতি।
এএফ/০১