কানাইঘাটে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত

কানাইঘাট প্রতিনিধি


ডিসেম্বর ১৭, ২০২০
১২:৪৫ পূর্বাহ্ন


আপডেট : ডিসেম্বর ১৭, ২০২০
১২:৪৫ পূর্বাহ্ন



কানাইঘাটে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত

সিলেটের কানাইঘাটে যথাযোগ্য মর্যাদায় উৎসবমুখর পরিবেশে ৪৯তম মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। ৩১ বার তোপধ্বনির মাধ্যমে বিজয়ের সূচনালগ্নে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে কানাইঘাট কেন্দ্রীয় শহীদ মিনারে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তপক অর্পণ করা হয়।

একে একে পুষ্পস্তপক অর্পণ করে, উপজেলা প্রশাসন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা পরিষদ, থানা পুলিশ, কানাইঘাট প্রেসক্লাব, কানাইঘাট পৌরসভা, উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন, বিএনপি ও এর অঙ্গ সংগঠন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কানাইঘাট পল্লী বিদ্যুৎ জোনাল অফিস, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন

দেশে করোনা পরিস্থিতি বিরাজ করায় এবারের মহান বিজয় দিবসের অনুষ্ঠান সীমিত পরিসরে সরকারিভাবে আয়োজন করা হয়। সকাল ৮টায় আনুষ্ঠানিকভাবে নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে জাতীয় পতাকা উত্তোলন করে সালাম গ্রহণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন্ত ব্যানার্জি ও কানাইঘাট থানার ওসি শামসুদ্দোহা।

এ সময় উপস্থিত ছিলেন, কানাইঘাট সার্কেল অফিসের এএসপি আব্দুল করিম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ সিরাজুল ইসলাম, সহ-সভাপতি জামাল উদ্দিন, পৌর মেয়র নিজাম উদ্দিন, নারী ভাইস চেয়ারম্যান খাদিজা বেগম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবিদা সুলতানা, থানার ওসি (তদন্ত) জাহিদুল হক, সাতবাঁক ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মন্নান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার নাজমুল হক, কানাইঘাট প্রেসক্লাবের নেতৃবৃন্দসহ জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাগণ এবং বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।

সকাল ১১টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে পরিষদের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন্ত ব্যানার্জির সভাপতিত্বে ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তরিকুল ইসলামের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরী।

এছাড়া বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সিরাজুল ইসলাম, সহ-সভাপতি জামাল উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুল্লাহ শাকির, নারী ভাইস চেয়ারম্যান খাদিজা বেগম, পৌর মেয়র নিজাম উদ্দিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবিদা সুলতানা, দক্ষিণ বানীগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান মাসুদ আহমদ, বড়চতুল ইউনিয়নের চেয়ারম্যান আবুল হোসাইন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম হারুন, শিক্ষা ও মানব বিষয়ক সম্পাদক প্রভাষক আফসর আহমেদ চৌধুরী, কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি রোটারিয়ান শাহজাহান সেলিম বুলবুল, পৌর আওয়ামী লীগের সভাপতি কে এইচ এম আব্দুল্লাহ, উপজেলা প্রকৌশলী এ কে এম রিয়াজ মাহমুদ ও উপজেলা যুবলীগের আহ্বায়ক এনামুল হক।

এছাড়া প্রশাসনের উদ্যোগে বাদ জোহর কেন্দ্রীয় জামে মসজিদে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল এবং এতিমখানা ও হাসপাতালে উন্নতমানের বিশেষ খাবার পরিবেশন করা হয়। মহান বিজয় দিবসের সুর্যোদয়ের সঙ্গে সঙ্গে সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্ত্বশাসিত এবং বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এছাড়া দিনব্যাপী বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষাপ্রতিষ্ঠানের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালনের মাধ্যমে কানাইঘাটে উৎসবমুখর পরিবেশে দিবসটি উদযাপিত হয়।

 

এমআর/আরআর-০৮