গোলাপগঞ্জে যথাযথ মর্যাদায় বিজয় দিবস পালিত

গোলাপগঞ্জ প্রতিনিধি


ডিসেম্বর ১৭, ২০২০
০১:১৯ পূর্বাহ্ন


আপডেট : ডিসেম্বর ১৭, ২০২০
০১:১৯ পূর্বাহ্ন



গোলাপগঞ্জে যথাযথ মর্যাদায় বিজয় দিবস পালিত

সিলেটের গোলাপগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। বিজয় দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন, উপজেলা মুক্তিযুদ্ধ সংসদ, গোলাপগঞ্জ মডেল থানা, উপজেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ, গোলাপগঞ্জ পৌরসভা, গোলাপগঞ্জ জোনাল অফিস, উপজেলা বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও স্মৃতি পাঠাগারসহ বিভিন্ন রাজনৈতিক, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শহীদ বেদীতে শ্রদ্ধা নিবেদন করেন।

বুধবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের পর সকাল সাড়ে ৬টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে বিজয় দিবসের কর্মসূচি শুরু হয়। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অনুপমা দাস, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিক আহমদ, পৌরসভার মেয়র আমিনুল ইসলাম রাবেল, উপজেলা মুক্তিযুদ্ধ সংসদের কমান্ডার বীর মুক্তিযুদ্ধা সফিকুর রহমান, উপজেলা প্যানেল চেয়ারম্যান নাজিরা বেগম শিলা, ভাইস চেয়ারম্যান মনসুর আহমদ, উপজেলা কৃষি কর্মকর্তা খায়রুল আমিন, প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. মাহবুবুল আলম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. শাহিনুর ইসলাম, গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশীদ চৌধুরী, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা আজিজুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা খাদিজা খাতুন, গোলাপগঞ্জ মডেল থানার পরিদর্শক আবুল কাশেম, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মিজানুর রহমান চৌধুরী রিংকু, গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইউনুছ চৌধুরী, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রুহেল আহমদ, গোলাপগঞ্জ প্রেসক্লাবের কোষাধ্যক্ষ জালাল আহমদ চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক জাহেদুর রহমান জাহেদ, বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও স্মৃতি পাঠাগারের সভাপতি আবু সুফিয়ান আজম, সাবেক ছাত্রনেতা হোসেন আহমদ, উপজেলা মুক্তিযুদ্ধ সন্তান কমান্ডের সভাপতি মনজিল আহমদ, সাধারণ সম্পাদক আলী হোসেন, পৌর আওয়ামী লীগের নেতা নাদিম মাহমুদ সিপলু, গোলাপগঞ্জ প্রেসক্লাবের সদস্য ফারহান মাসউদ আফছর প্রমুখ। পরে সকাল ৯টায় আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশন করা হয়।

এদিকে বিজয় দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও ডিজিটাল প্রযুক্তির সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে জাতীয় সমৃদ্ধি অর্জন শীর্ষক এক আলোচনা সভা সকাল ১০ টায় উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। এরপর দুপুর ১২টায় সুন্দিসাইল ২৩ শহীদের পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়।

বিজয় দিবসের অন্যান্য কর্মসূচির মধ্যে ছিল চিত্রাঙ্কণ ও রচনা প্রতিযোগিতা। এছাড়া শহীদ বীর মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফেরাত কামনা ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সুস্বাস্থ্য কামনা এবং জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে সকল মসজিদ, মন্দিরসহ অন্যান্য উপসনালয়ে বিশেষ মোনাজাত/প্রার্থনা করা হয় ও হাসপাতালে উন্নতমানের খাবার বিতরণ করা হয়।

 

এফএম/আরআর-১১