মঙ্গলবার থেকে সিলেটজুড়ে ৭২ ঘন্টার ধর্মঘট

নিজস্ব প্রতিবেদক


ডিসেম্বর ১৭, ২০২০
১০:২৫ অপরাহ্ন


আপডেট : ডিসেম্বর ১৮, ২০২০
০৯:০১ অপরাহ্ন



মঙ্গলবার থেকে সিলেটজুড়ে ৭২ ঘন্টার ধর্মঘট

পাথর কোয়ারি খুলে দেওয়ার দাবিতে আগামী ২২ ডিসেম্বর থেকে ৭২ ঘন্টার ধর্মঘট ডেকেছে সিলেটজুড়ে সিলেট বিভাগীয় ট্রাক-ভ্যান-পিকআপ মালিক শ্রমিক ঐক্য পরিষদ। এদিন সিলেট বিভাগজুড়ে সকল গণ ও পণ্য পরিবহন বন্ধ থাকবে।

আজ বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) বিকেলে পাথর সংশ্লিস্ট ব্যবসায়ীদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় মালিক শ্রমিক সংগঠনের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়। ঐক্য পরিষদের আহ্বায়ক গোলাম হাদী ছয়ফুল এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আগামী ২২, ২৩ ও ২৪ ডিসেম্বর পুরো সিলেট বিভাগে সকল ধরণের গণ ও পণ্য পরিবহন চলাচল বন্ধ থাকবে। যদি দাবি মেনে নেওয়া না হয়, তবে সরকারি ছুটির দিনগুলো ব্যতিত লাগাতার ধর্মঘট কর্মসূচি পালন করা হবে। তবে আমরা আশা করি ধর্মঘট শুরুর আগেই লাখো শ্রমিকের কথা চিন্তা করে আমাদের ন্যায্য দাবি মেনে নেওয়া হবে।

আরসি-০৪