জকিগঞ্জ প্রতিনিধি
ডিসেম্বর ১৮, ২০২০
১২:৫২ পূর্বাহ্ন
আপডেট : ডিসেম্বর ১৮, ২০২০
১২:৫২ পূর্বাহ্ন
সিলেটের জকিগঞ্জের বারহাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাক আহমদ চৌধুরীর নেতৃত্বে প্রশাসনের নাম ব্যবহার করে সুরমা নদী থেকে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের সংবাদ 'দৈনিক সিলেট মিরর'সহ একাধিক গণমাধ্যমে প্রকাশের পর আদালতের নির্দেশে ড্রেজার মেশিন জব্দ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) বিকেলের দিকে জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মো. আব্দুন নাসেরের নেতৃত্বে পুলিশ সরেজমিনে গিয়ে একটি ড্রেজার মেশিন জব্দ করে।
গত ১২ ডিসেম্বর দৈনিক সিলেট মিররসহ একাধিক গণমাধ্যমে জকিগঞ্জের সুরমা নদী থেকে বালু উত্তোলন নিয়ে একটি সংবাদ প্রকাশিত হয়। এ সংবাদ প্রকাশের পর তা জকিগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ম্যাজিস্ট্রেট আনোয়ার হোসেন সাগরের দৃষ্টিগোচর হলে তিনি স্বপ্রণোদিত হয়ে এক আদেশ দেন। আদালতের আদেশ পেয়ে পুলিশ সরেজমিনে অভিযান পরিচালনা করে।
জকিগঞ্জ থানার ওসি মীর মো. আব্দুন নাসের জানিয়েছেন, সুরমা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সংবাদ প্রকাশের পর জকিগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের দৃষ্টিগোচর হলে তিনি স্বপ্রণোদিত হয়ে এক আদেশে বালু উত্তোলন বন্ধের নির্দেশ দিয়ে সরেজমিনে তদন্তপূর্বক আদালতে প্রতিবেদন জমা দেওয়ার আদেশ দেন। আদালতের নির্দেশনা পেয়ে বৃহস্পতিবার বিকেলে সরেজমিনে গিয়ে একটি ড্রেজার মেশিন জব্দ করা হয়েছে। বিষয়টি বিজ্ঞ আদালতকে প্রতিবেদনের মাধ্যমে অবহিত করা হবে।
প্রসঙ্গত, গত কয়েকদিন থেকে প্রশাসনের নাম ব্যবহার করে জকিগঞ্জের সুরমা নদী থেকে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করছিলেন বারহাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাক আহমদ চৌধুরী। বালু উত্তোলনের কারণে নদীতে গভীরতার সৃষ্টি হয়ে তীরবর্তী বাড়ি-ঘর, ফসলি জমিতে ভাঙন ও পরিবেশ বিপর্যয়ের মারাত্মক আশঙ্কা ছিল। এ নিয়ে এলাকাবাসী সিলেটের বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, পরিবেশ অধিদপ্তরের পরিচালক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে লিখিত অভিযোগ দেন।
ওএফ/আরআর-০৬