গোলাপগঞ্জে তহিপুর তরুণ সংঘের সুধী সমাবেশ

গোলাপগঞ্জ প্রতিনিধি


ডিসেম্বর ১৮, ২০২০
০২:১৯ পূর্বাহ্ন


আপডেট : ডিসেম্বর ১৮, ২০২০
০২:১৯ পূর্বাহ্ন



গোলাপগঞ্জে তহিপুর তরুণ সংঘের সুধী সমাবেশ

সিলেটের গোলাপগঞ্জে তহিপুর তরুণ সংঘের ২৫ বছর পূর্তি উপলক্ষে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) বিকেল ৪টায় সদর ইউনিয়নের তহিপুর গ্রামে তহিপুর জামে মসজিদের মোতাওয়াল্লি গিয়াস উদ্দিনের সভাপতিত্বে এবং তহিপুর তরুণ সংঘের উপদেষ্টা আজমল হোসেন ও সাহেদ আহমদের পরিচালনায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আমিনুল ইসলাম রাবেল। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বারাকা পতেঙ্গা পাওয়ার প্লান্টের পরিচালক মনজুর শাফি চৌধুরী এলিম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, সিলেটের দিনকাল পত্রিকার প্রধান সম্পাদক আব্দুল লতিফ নতুন, সদর ইউনিয়নের চেয়ারম্যান আশফাক আহমদ চৌধুরী, সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের চিকিৎসক ডা. গোলাম মোস্তফা মাহবুব, গোলাপগঞ্জ মডেল থানার এসআই বাবু সুরঞ্জিত কুমার দাস, মস্তফা চৌধুরী ওয়েলফেয়ার ট্রাস্টের চেয়ারম্যান মওদুদ হোসেন চৌধুরী ও গোলাপগঞ্জ সদর ইউনিয়নের সদস্য জেবুল আহমদ।

এছাড়া বক্তব্য দেন, তহিপুর গ্রামের সমাজসেবক ও শিক্ষানুরাগী ইসমাইল আলী, তহিপুর তরুণ সংঘের সাবেক সহ-সভাপতি ও উপদেষ্টা বেলাল আহমদ এবং সহ-সভাপতি মাসেদ আহমদ চৌধুরী। সমাবেশে স্বাগত বক্তব্য দেন তহিপুর তরুণ সংঘের সহ-সাধারণ সম্পাদক শাহরিয়ার জামান শাকিল ও পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফিজ জহিরুল ইসলাম সাকিব। 

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সমাজসেবক ফরিদ উদ্দিন তকী, তহিপুর তরুণ সংঘের উপদেষ্টা গিয়াস উদ্দিন, নিজামুল ইসলাম, শাহজাহান আহমদ, দেলোয়ার হোসেন, জাকিরুল ইসলাম, রুবেল আহমদ, তহিপুর তরুণ সংঘের সভাপতি তোফায়েল চৌধুরী শাফি, সাধারণ সম্পাদক সাইদুর রহমান সৌরভ প্রমুখ। পরে সংগঠকদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলেদেন অতিথিবৃন্দ।

 

এফএম/আরআর-১৪