‘যুবকদের সমাজ বিনির্মাণে ভূমিকা রাখতে হবে’

সিলেট মিরর ডেস্ক


ডিসেম্বর ১৮, ২০২০
০৫:২১ পূর্বাহ্ন


আপডেট : ডিসেম্বর ১৮, ২০২০
০৫:২১ পূর্বাহ্ন



‘যুবকদের সমাজ বিনির্মাণে ভূমিকা রাখতে হবে’
গোলাপগঞ্জে ব্যাডমিন্টন টুর্নামেন্ট শুরু

গোলাপগঞ্জের বাগলায় যুব কল্যাণ পরিষদের উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে ‘সুমন অ্যান্ড জসিম দ্বৈত ব্যাডমিন্টন টুর্নামেন্ট’। গত বুধবার রাতে উপজেলার বাদেপাশা ইউনিয়নের বাগলাবাজারে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।

প্রবীণ রাজনীতিবিদ আতাউর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন, সিলেট জিমখানা ক্লাবের সভাপতি ফয়সল আহমদ চৌধুরী। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘খেলাধুলা মানুষের মনকে প্রফুল্ল করে। বিশেষ করে যুবকদেরকে অনৈতিক পথ থেকে ফিরিয়ে সুস্থ বিনোদনের মধ্যে আবদ্ধ করে রাখে। যুবক ও তরুণদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় মনোনিবেশ করে সুস্থ সমাজ বিনির্মাণে ভূমিকা রাখতে হবে।’

তিনি আরও বলেন, ‘৩০ লাখ শহীদ আর দুই লাখ মা-বোনের ইজ্জতের মূল্যে পাওয়া এই ভূখণ্ড আজ অরক্ষিত, গণতন্ত্র নির্বাসিত। গণতন্ত্র ও মানুষের অধিকার ফিরিয়ে আনতে যুব সমাজকে আজ বিজয়ের ৪৯তম দিবসে দৃপ্ত ও সুদৃঢ় শপথ নিতে হবে।’

মিজানুর রহমান মিজান ও এমদাদুল হকের যৌথ পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, গোলাপগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান নোমান উদ্দিন মুরাদ, ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রেহান উদ্দিন রায়হান, রাজনীতিবিদ রেজাউল করিম আলো, ইউপি সদস্য ললাই মিয়া, আমিন আলী, আলা উদ্দিন আলাল, ছায়াদ আহমদ, লকুস মিয়া, জাহিদ হোসাইন, জাহিদুর রহমান, নাজিম উদ্দিন শাহান, মাস্টার লুতফুর রহমান, মইজ উদ্দিন, মিজানুর রহমান, রাসেল তালুকদার, আলিম উদ্দিন আলীম, শাহাব উদ্দিন, সাদেক আহমদ রায়হান ও এহসান রুবেল খান প্রমুখ।

আরসি-১৩