খেলা ডেস্ক
ডিসেম্বর ১৭, ২০২০
০৪:২২ অপরাহ্ন
আপডেট : ডিসেম্বর ১৮, ২০২০
০৮:০১ পূর্বাহ্ন
মহান বিজয় দিবস উপলক্ষে নগরের লাভলী রোড আবাসিক এলাকায় ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। তিন বিভাগে এই প্রতিযোগিতার আয়োজন করে নির্ঝর সাহিত্য সংস্কৃতি ও ক্রীড়া সংস্থা।
প্রতিযোগিতায় সিনিয়র বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন নাহিদ গাজী-সাফরাজ তাহমিদ এবং রানার্স আপ হয়েছেন মো. আমিনুল ইসলাম-আকিব জামান চৌধুরী জুটি। মিডিয়াম বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন জিহান-মাহি এবং রানার্স আপ হয়েছেন ওয়াসি-নায়িব জুটি। জুনিয়র বিভাগে হাদি-তায়েফ চ্যাম্পিয়ন এবং তাহসিন এবং রাদি জুটি রানার্স আপ হয়েছেন।
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি বারাকা পাওয়ার লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ফাহিম আহমদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন সিলেট ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের সহ-সাধারণ সম্পাদক রুয়েব আহমদ।
অনুষ্ঠানে এলাকার বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন মো. ওহিদুজ্জামান চৌধুরী, মিয়াধন আলী, মনসুর আলম চৌধুরী (শিবলু), সাব্বির আহমদ মুন্না, আবদুল মালিক প্রমুখ।
টুর্নামেন্টের সার্বিক আয়োজনে ছিলেন মির্জা সাঈদুর রহমান, মো. মুয়াজ, তুহিন আহমেদ এবং মুকসিত নাদিম রনি।
এএফ/০২