ওসমানী বিমানবন্দর থেকে দুই কেজি স্বর্ণের বার উদ্ধার, গ্রেপ্তার ১

সিলেট মিরর ডেস্ক


ডিসেম্বর ১৮, ২০২০
০৮:৪৪ অপরাহ্ন


আপডেট : ডিসেম্বর ১৮, ২০২০
০৮:৫০ অপরাহ্ন



ওসমানী বিমানবন্দর থেকে দুই কেজি স্বর্ণের বার উদ্ধার, গ্রেপ্তার ১

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে জামিল আহমদ (২৮) নামে এক যাত্রীর কাছ থেকে ১৪টি স্বর্ণের বারসহ স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া স্বর্ণালংকারের ওজন প্রায় ২ কেজি। যার বাজার মূল্য প্রায় সোয়া কোটি টাকা। 

আজ  শুক্রবার (১৮ ডিসেম্বর) সকাল ৮টা ৪৫ মিনিটে দুবাই থেকে আসা বিজি-২৪৮ ফ্লাইটে করে জামিল আহমদ সিলেট আসেন। তার বাড়ি ব্রাক্ষণবাড়িয়া কসবা এলাকায়।

কাস্টমস ও শুল্ক গোয়েন্দা বিভাগের কর্মকর্তারা জানান, উদ্ধারকৃত স্বর্ণের ১২টি বার জামিল আহমদের উরুতে বিশেষ ব্যবস্থায় রাখা ছিল। অন্য ২টি স্বর্ণের বার ও কিছু স্বর্ণালংকার তার হাত ব্যগ থেকে উদ্ধার করা হয়। স্বর্ণ উদ্ধারের পর জামিল আহমদকে গ্রেপ্তার করা হয়।

এসব তথ্য জানিয়ে সিলেট ওসমানী বিমানবন্দরের কাস্টমস ও শুল্ক গোয়েন্দা বিভাগের সহকারী পরিচালক আল আমিন বলেন, গোপন তথ্যের ভিত্তিতে দুবাই থেকে আসা জামিল আহমদের উপর বিশেষ নজরদারি রাখা হয়েছিল। তাকে পাহারা দিয়ে বিমানবন্দরের গ্রিন চ্যানেল পর্যন্ত নিয়ে আসার পর জিজ্ঞাসাবাদ করা হয়। প্রথমে অস্বীকার করলেও জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সাথে স্বর্ণের বার থাকার কথা স্বীকার করেন জামিল। এরপর সবার উপস্থিতিতে তার পায়ের উরুতে বিশেষভাবে বাঁধা অবস্থায় ১২টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, উদ্ধারকৃত স্বর্ণের বার ছাড়াও স্বর্ণালংকারের মধ্যে বেশিরভাগই গলার। উদ্ধারকৃত স্বর্ণের বাজার মূল্য সোয়া কোটি টাকা। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার প্রস্তুতি চলছে।

 

এএফ/০৪