সিলেট মিরর ডেস্ক
ডিসেম্বর ১৮, ২০২০
০৩:১৯ অপরাহ্ন
আপডেট : ডিসেম্বর ১৮, ২০২০
০৩:১৯ অপরাহ্ন
১১তম মাহা বিজয় দিবস টেনিস টুর্নামেন্টের এককে চ্যাম্পিয়ন হন শাহ শহিদুল ইসলাম ও রানার্সআপ রেজাউল হাসান কয়েস লোদী, টেনিস দ্বৈত চ্যাম্পিয়ন হন শাহ শহিদুল ইসলাম ও মোবাশ্বির আলী জুটি ও রানার্সআপ হন রেজাউল হাসান কয়েস লোদী ও হারুন চৌধুরী জুটি।
বুধবার সিলেট টেনিস ক্লাব মাঠে খেলা শেষে পুরস্কার বিতরণ করা হয়। সিলেটের জেলা প্রশাসক এম কাজি এমদাদুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিলেটের পুলিশ সুপার সিলেট টেনিস ক্লাবের সহ সভাপতি মো. ফরিদ উদ্দিন ও স্পন্সর মাহার স্বত্বাধিকারী সিলেট টেনিস ক্লাবের সহ সভাপতি মাহি উদ্দিন আহমদ সেলিম।
অনুষ্ঠান পরিচালনা করেন সাবেক সাধারন সম্পাদক শেখ নাজমুল হক। অতিথিদের হাতে উপহার সামগ্রী তুলে দেন সাধারন সম্পাদক হাম্মাদ রব চৌধুরী, রমেন্দ্র কুমার সিংহ ও সাহাদাৎ হোসাইন প্রমূখ। বক্তারা বলেন সুন্দর মন ও সুস্থ শরীরের জন্য খেলাধূলা অপরিহার্য্য। তারা সবাইকে খেলাধূলা সম্পৃক্ত থাকার আহবান জানান।
এএন/০২