নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বর ২০, ২০২০
০২:১৮ পূর্বাহ্ন
আপডেট : ডিসেম্বর ২০, ২০২০
০২:২৪ পূর্বাহ্ন
সিলেট নগরে ১২ ঘন্টা পর বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হতে শুরু করেছে। ইতোমধ্যে সিলেট নগরের বাণিজ্যিক এলাকাগুলো সহ বেশ কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হতে শুরু করেছে। তবে এখনও অনেক এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়নি। পিডিবি সিলেট বলছে, ঘন্টা দেড়েকের মধ্যেই তা স্বাভাবিক হয়ে যাবে।
জানা গেছে, ইতোমধ্যে নগরের মিরবক্সটুলা, নয়াসড়ক, জিন্দাবাজার, সুবিদবাজারসহ বেশ কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ পুণরায় শুরু হয়েছে। তবে এখনও চৌকিদেখি, বাদামবাগিচা, জালালাবাদ আবাসিক এলাকাসহ বেশ কয়েকটি এলাকায় এখনও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়নি।
এই বিষয়ে পিডিবি সিলেটের প্রধান প্রকৌশলী খন্দকার মোকাম্মেল হোসেন বলেন, আশা করছি রাত ১০ টার মধ্যে সবগুলো এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়ে যাবে।
উল্লেখ্য, আজ শনিবার সকাল ৭ টা থেকে বেলা ২টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে আগেই জানিয়েছিল পিডিবি সিলেট। কিন্তু নির্ধারিত সময়ের ৪ ঘন্টা অতিবাহিত হয়ে যাওয়ার পরও বিদ্যুৎ না আসায় ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। কুমারগাঁও বিদ্যুৎ উপকেন্দ্রের ৩৩ কেভি বাসে জরুরি মেরামত ও সংস্কার কাজ চলার সময় দুর্ঘটনা ঘটে। এসময় দুইজন আহত হয় বলেও জানা যায়। এই কারণে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হতে বিলম্ব হয়।
আরসি-০২