নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বর ২০, ২০২০
০৬:০৪ পূর্বাহ্ন
আপডেট : ডিসেম্বর ২০, ২০২০
০৬:০৪ পূর্বাহ্ন
সিলেট নগরের টিলাগড় ভাটাটিকর এলাকায় অভিযান চালিয়ে তানিম হত্যা মামলার পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল শনিবার ভোর সাড়ে ৫টায় র্যাব-৯ এর সদর কোম্পানির একটি দল টিলাগড় এলাকায় অভিযান চালায়।
র্যাবের গণমাধ্যম শাখার কর্মকর্তা এএসপি ওবাইন জানান, গ্রেপ্তারকৃত মো. সাদিকুর রহমান আজলার (২১) কাছ থেকে গুলিসহ কালো রঙের একটি রিভলবার উদ্ধার করা হয়। তাকে শাহপরাণ থানায় হস্তান্তর করা হয়েছে।
জানা যায়, ২০১৮ সালের ৭ জানুয়ারি আধিপত্য বিস্তারের জের ধরে টিলাগড় পয়েন্টে এমসি কলেজ ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই ঘটনায় ছাত্রলীগ নেতা তানিম খান নিহত হন। ঘটনার পর ১০ জানুয়ারি শাহপরাণ থানায় হত্যা মামলা দায়ের করেন তানিমের সহপাঠী দেলোয়ার হোসেন।
মামলায় সাদিকুর রহমান আজলাসহ মোট ২৯ জনকে আসামি করা হয়। মামলা নম্বর-০৪ ধারা-১৪৩/১৪৯/১১৪/৩০২/১৪৪ দ.বি. তারিখ-১০/০১/২০১৮ জিআর-০৪/১৮ যা আদালতে বিচারাধীন। এ ঘটনার পর থেকে পলাতক ছিলেন আজলা।
আরসি-০১