‘দর্শনীয় এলাকায় পরিণত হবে মালনীছড়া’

সিলেট মিরর ডেস্ক


ডিসেম্বর ২০, ২০২০
০৬:১৭ পূর্বাহ্ন


আপডেট : ডিসেম্বর ২০, ২০২০
০৬:১৭ পূর্বাহ্ন



‘দর্শনীয় এলাকায় পরিণত হবে মালনীছড়া’

সিলেট সিটি করপোরেশনের কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, ‘দুই ধাপে মালনীছড়ার উন্নয়ন কাজ শেষ হয়েছে। তৃতীয় ধাপের উন্নয়ন কাজ শেষ হলে এই এলাকা দর্শনীয় এলাকায় পরিণত হবে।’

শনিবার দুপুরে মালনীছড়ায় ৩য় ধাপে আরসিসি রিটেইনিং ওয়াল নির্মাণ কাজের উদ্বোধনকালে তিনি এ কথা বলেন। শীত মৌসুমের মধ্যে ৩য় ধাপের কাজ শেষ হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন, আবু বকর, রুম্মান আহমদ চৌধুরী, আহমদ মুনির চৌধুরী, মো আহমেদ ইসলাম সাদি, এহসানুল মজিদ চৌধুরী সানী, জাহিদ হাসান পাবেল, মাকিন আহমদ, নাজমুল ইসলাম চৌধুরী, মো সুফি, মো. ফাহিম আহমদ, স্বচ্ছ আহমদ প্রমুখ।

আরসি-০২