অগ্রদূত ছাত্র পরিষদের ১০ বছর পূর্তি

সিলেট মিরর ডেস্ক


ডিসেম্বর ২০, ২০২০
০৬:২১ পূর্বাহ্ন


আপডেট : ডিসেম্বর ২০, ২০২০
০৬:২১ পূর্বাহ্ন



অগ্রদূত ছাত্র পরিষদের ১০ বছর পূর্তি

ছাত্র সংগঠন অগ্রদূত ছাত্র পরিষদ সিলেটের দশ বছর পূর্তি উপলক্ষে প্রতিবন্ধীদের আর্থিক সহযোগিতা প্রদান ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

শনিবার সিলেট জেলা পরিষদ হলরুমে এ উপলক্ষে ‘সাফল্যের দশ বছর’ নামক ম্যাগাজিনের মোড়ক উন্মোচন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অগ্রদূত ছাত্র পরিষদের সভাপতি কাবিল আহমদ ইমন। অগ্রদূত ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক মো. আবুল কালাম আজাদ ও সাংস্কৃতিক বিষয় সম্পাদক জাহাঙ্গীর আলমের যৌথ উপস্থাপনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন অর্থ সম্পাদক ইয়াসির আরাফাত।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অগ্রদূত ছাত্র পরিষদের উপদেষ্টা ও বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মঞ্জুর শাফি চৌধুরী এলিম। বিশেষ অতিথির বক্তব্য দেন, আনন্দ ট্যুরিজমের চেয়ারম্যান আব্দুল জব্বার জলিল, কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি শাহজাহান সেলিম বুলবুল, সিলেট বাংলা ট্যুরস পরিচালক ও  দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি হুমায়ুন কবির লিটন, জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্টের নির্বাহী পরিচালক শাহিন আহমদ, সিলেট অনলাইন প্রেসক্লাবের সহ-সভাপতি গুলজার আহমদ হেলাল, শিক্ষানুরাগী ইসমাইল হুসেন, সিলেট মানব কল্যাণ সংস্থার সভাপতি আলি আকবর।

আরও বক্তব্য দেন, অগ্রদূত ছাত্র পরিষদের সিনিয়র সহ-সভাপতি আহমদ হুসাইন, পরিষদের উপদেষ্টা সামরান সাবের, রাসেল আহমদ, কাওসার খান প্রমুখ। শুভেচ্ছা বক্তব্য দেন, সহ-সভাপতি মো. আব্দুল রাবু।

বক্তারা বলেন, ‘তরুণ, যুবকদের দিকে তাকিয়ে আছে এই বিশ্ব। তরুণ, যুবক এগিয়ে এলে সবকিছু সম্ভব। সত্য ও ন্যায়ের পথে অবশ্যই তরুণ, যুবকদের ভূমিকা অগ্রণী। আমরা আশা করব এই যুবকরা অগ্রদূত ছাত্র পরিষদের মধ্য দিয়ে সমাজ পরিবর্তনের কাজ করবে।’ পরে বেশ কয়েকজন প্রতিবন্ধীকে আর্থিক সহযোগিতা প্রদান ও শীতবস্ত্র বিতরণ করা হয় ।

আরসি-০৩