কুমারগাঁওয়ে ‘তির শিলং’ খেলার সময় আটক ২

নিজস্ব প্রতিবেদক


ডিসেম্বর ২০, ২০২০
০৬:৩৪ পূর্বাহ্ন


আপডেট : ডিসেম্বর ২০, ২০২০
০৬:৩৪ পূর্বাহ্ন



কুমারগাঁওয়ে ‘তির শিলং’ খেলার সময় আটক ২

সিলেটের কুমারগাঁও বাসস্ট্যান্ড এলাকায় ‘তির শিলং’ নামক জুয়া খেলার সময় দুইজনকে আটক করেছে জালালাবাদ থানা পুলিশ। তাদের কাছ থেকে জুয়া খেলার বেশ কিছু সামগ্রী ও নগদ টাকা উদ্ধার করে পুলিশ।

পুলিশ জানায়, গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুমারগাঁও বাস টার্মিনালের তাজমহল রেস্টুরেন্টে একদল যুবক তির শিলং জুয়ায় মত্ত ছিল। খবর পেয়ে সেখানে অভিযান চালায় জালালাবাদ থানার একটি দল।

আটককৃতরা হলেন- কুমারগাঁও এলাকার আলী হোসেন (২৭) ও মো. লায়েক আহমদ (২৫)। তাদের বিরুদ্ধে জুয়া আইনে জালালাবাদ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আসামিদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন, জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অকিল উদ্দিন আহমদ।

আরসি-০৬