উপহার নিয়ে রায়হানের মেয়েকে দেখতে গেলেন পুলিশ কমিশনার

নিজস্ব প্রতিবেদক


ডিসেম্বর ২০, ২০২০
০৬:৪১ পূর্বাহ্ন


আপডেট : ডিসেম্বর ২০, ২০২০
০৬:৪১ পূর্বাহ্ন



উপহার নিয়ে রায়হানের মেয়েকে দেখতে গেলেন পুলিশ কমিশনার

-ফাইল ছবি

বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতনে নিহত রায়হানের শিশুসন্তান আলফাকে (৪) দেখতে আখালিয়াস্থ বাসায় গেছেন সিলেট মহানগর পুলিশের কমিশনার মো. নিশারুল আরিফ।

শনিবার দুপুর ১২টায় চার মাস বয়সী শিশুর জন্য কিছু উপহার নিয়ে দ্বিতীয়বার ওই বাসায় যান। সেখানে তিনি রায়হানের মাসহ পরিবারের সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন।

এ সময় কমিশনারের সঙ্গে ছিলেন, উপকমিশনার (ট্রাফিক) ফয়সাল মাহমুদ, উপকমিশনার (সদর) তোফায়েল আহমেদ, অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) বিএম আশরাফ উল্লাহ তাহের ও কোতোয়ালি থানার সহকারী কমিশনার।

এর আগে ২৭ অক্টোবর নতুন কর্মস্থল সিলেট মহানগর পুলিশে যোগদানের আগেই সিলেটে পৌঁছে রায়হানের পরিবারের সঙ্গে দেখা করেন মো. নিশারুল আরিফ। দু’দিন পরেই ২৯ অক্টোবর তিনি আলফা’র জন্য শুভেচ্ছা সামগ্রী পাঠান।

প্রসঙ্গত, গত ১১ অক্টোবর কোতোয়ালি থানাধীন বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে আটকে রেখে নির্যাতনের পর রায়হান আহমদের মৃত্যু হয়। এ ঘটনায় ক্ষুব্ধ রায়হানের মাসহ সিলেটের বিভিন্ন পেশা ও শ্রেণির ক্ষুব্ধ নাগরিকগণ প্রতিবাদী হয়ে ওঠেন। রায়হানের স্ত্রী বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। কিন্তু, ঘটনার মূল হোতা ফাঁড়ি ইনচার্জ (বরখাস্তকৃত) আকবর হোসেনকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। আন্দোলন ও প্রতিবাদের মুখে তৎকালীন কমিশনারকে বদলি করে মো. নিশারুল আরিফকে সিলেটে দায়িত্ব দেওয়া হয়। পরবর্তীতে সিলেটের সীমান্তবর্তী কানাইঘাটের ডোনা এলাকা থেকে আকবরকে আটক করা হয়।

আরসি-০৬