সিলেট মিরর ডেস্ক
ডিসেম্বর ২০, ২০২০
০৬:৪৪ পূর্বাহ্ন
আপডেট : ডিসেম্বর ২০, ২০২০
০৬:৪৪ পূর্বাহ্ন
সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমেদ বলেছেন, ‘এ দেশে থাকতে হলে বঙ্গবন্ধুকে মানতে হবে।’
গত শুক্রবার রাতে ১৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও সিরাজুল ইসলাম শামীমের ব্যক্তিগত উদ্যোগে ছড়ারপার এলাকায় শীতবস্ত্র বিতরণকালে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগ জনগণের দল। আওয়ামী লীগ জনগণের পক্ষে কাজ করে। নারীদের অগ্রাধিকারসহ জনগণের আর্থিক ও সামাজিক উন্নয়নে কাজ করছে। বঙ্গবন্ধু সোনার দেশ গঠনে যে স্বপ্ন দেখেছেন মানবতার মা শেখ হাসিনা তা বাস্তবায়ন করছেন। আওয়ামী লীগ ভাওতাবাজিতে বিশ্বাস করে না; যা বলে তা বাস্তবায়ন করে।’
তিনি স্বাধীনতা বিরোধীদের ব্যাপারে সজাগ থাকার আহবান জানিয়ে বলেন, ‘স্বাধীনতা বিরোধীদের এ দেশে থাকার অধিকার নেই এ দেশে থাকতে হলে বঙ্গবন্ধুকে মানতে হবে।’
১৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সিরাজুল ইসলাম শামীমের সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন। তাঁতীলীগের কেন্দ্রীয় সদস্য কালাম আহমদের পরিচালনায় আরও বক্তব্য দেন, জেলা আওয়ামী লীগের সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. আরমান আহমদ শিপলু, ১৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বিজয় কুমার দেব বুলু, মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি রাহাত তরফদার, হাবিবুর রহমান মজনু, কয়েস আহমদ, আব্দুর রহমান, এনাম আহমদ, আব্দুল আজিম জুনেল, এম এ মতিন, দিপক রবি দাশ, কানু পাল, বাবুর দে, যীশু কৃষ্ণ দেব জনি, আকিব আহমদ, তারেক আহমদ, কোকন আহমদ প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ ফয়েজ আহমদ।
আরসি -০৭