নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বর ২০, ২০২০
০৬:৪৯ পূর্বাহ্ন
আপডেট : ডিসেম্বর ২০, ২০২০
০৬:৪৯ পূর্বাহ্ন
সিলেট বিভাগে নতুন করে ২ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। গতকাল শনিবার সিলেটের ওসমানী মেডিকেল কলেজ ল্যাবে নমুনা পরীক্ষায় তাদের করোনা শনাক্ত হয়।
শনিবার অ্যান্টিজেন পরীক্ষায় ১ জনের করোনা শনাক্ত হয়েছে। তবে সিলেটের কুমারগাঁও বিদ্যুৎ উপকেন্দ্রে মেরামত কাজের জন্য সকাল থেকে রাত পর্যন্ত বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ল্যাবে করোনার নমুনা পরীক্ষা হয়নি।
সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের ল্যাব ইনচার্জ বেনু ভূষণ দাস সিলেট মিররকে বলেন, ‘শনিবার হাসপাতালে ৪ জনের অ্যান্টিজেন পরীক্ষা করা হয়। এতে ১ জনের করোনা শনাক্ত হয়েছে।’
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের করোনা পরীক্ষাকেন্দ্রের ইনচার্জ মো. নাজমুল হাসান জানান, বিদ্যুৎ সংযোগ না থাকায় শাবির ল্যাবে গতকাল শনিবার কোনো নমুনা পরীক্ষা হয়নি। তাদের কাছে ২৯টি নমুনা জমা রয়েছে।
ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায় বলেন, ‘শনিবার ওসমানীর ল্যাবে নমুনা পরীক্ষায় ২৮২টি নমুনা পরীক্ষায় ২ জনের করোনা শনাক্ত হয়।’
এদিকে, বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় গতকাল বিভাগীয় কোভিড-১৯ কোয়ারেন্টিইন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন পাঠানো হয়নি বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান।
তিনি সিলেট মিররকে বলেন, ‘আমরা প্রতিদিন সকাল ৮টায় করোনার দৈনিক প্রতিবেদন প্রস্তুত করে পাঠাই। তবে শনিবার সকাল থেকে বিদ্যুৎ না থাকায় আমরা তা আর গণমাধ্যমগুলোকে পাঠাতে পারিনি।’
এনএইচ/আরসি-০৮