এমসি কলেজ প্রতিনিধি
ডিসেম্বর ২০, ২০২০
০৬:১১ অপরাহ্ন
আপডেট : ডিসেম্বর ২০, ২০২০
০৬:১১ অপরাহ্ন
সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজের অন্যতম সাংস্কৃতিক সংগঠন থিয়েটার মুরারিচাঁদের নতুন কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি করা হয়, রেজাউল করিম রাব্বি ও সাধারণ সম্পাদক করা হয়েছে তুষার সরকারকে।
সংগঠনটির ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ৮ম বর্ষে পদার্পণ উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতি শ্রদ্ধা জানিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে থিয়েটার মুরারিচাঁদ।
শনিবার থিয়েটারের মহড়া কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এমসি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. সালেহ আহমদ।
এছাড়াও উপস্থিত ছিলেন এমসি কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক পান্না রানী রায়, শিক্ষক পরিষদ সম্পাদক তৌফিক এজদানী চৌধুরী, ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক শফিউল আলম।
এছাড়াও থিয়েটার মুরারিচাঁদ এর দায়িত্ব প্রাপ্ত শিক্ষকবৃন্দ এবং সম্মিলিত নাট্য পরিষদ সিলেট এর সভাপতি মিশফাক আহমেদ মিশু ও সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত উপস্থিত ছিলেন।
হাসান আল মাসুমের সঞ্চালনায় ও রেজাউল করিম রাব্বির সভাপতিত্বে স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠানে আগামী একবছরের জন্য থিয়েটার মুরারিচাঁদের কমিটি ঘোষনা করা হয়। প্রধান অতিথি তার বক্তব্যের শেষে কমিটি উপস্থাপন করেন। এতে সভাপতি করা হয়, রেজাউল করিম রাব্বি ও সাধারণ সম্পাদক করা হয় তুষার সরকারকে।
এছাড়া সংগঠনটির অন্যান্য পদে রয়েছেন সহসভাপতি হাসান আল মাসুম, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, সাংগঠনিক সম্পাদক উষা কান্ত বিশ্বাস, কোষাধ্যক্ষ রুহিত আচার্য, অনুষ্ঠান সমন্বয়ক জুয়েল কান্তি দাস, প্রচার সম্পাদক জাফরান মারুফ, দপ্তর সম্পাদক রিংকু মালাকার, সদস্য তাসরিন আক্তার, কামরুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ বলেন, সংস্কৃতি চর্চার মধ্য দিয়ে মানুষিকতার পরিবর্তন সম্ভব। আমরা কেউ সংস্কৃতির বাইরে নয়। এসময়, উন্নত সমাজ বিনির্মানে সুস্থ সংস্কৃতি চর্চার বিকল্প নেই বলেও মন্তব্য করেন অধ্যক্ষ সালেহ আহমেদ।
এএ/বিএ-০৪