নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বর ২০, ২০২০
১০:৩০ অপরাহ্ন
আপডেট : ডিসেম্বর ২০, ২০২০
১০:৩০ অপরাহ্ন
সিলেট নগরের সুবিদবাজারের ফাজিল চিশত এলাকায় প্রবাসী আলাউর রহমানের বাসায় ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় স্প্রে ছিটিয়ে কয়েকজনকে অজ্ঞান করে ডাকাতির ঘটনা ঘটে। আজ রবিবার (২০ ডিসেম্বর) ভোররাত আনুমানিক ৪টার দিকে এই ঘটনা ঘটেছে।
স্থানীয় একজন বলেন, এলাকার ২২/১ বাসাটির পাশের বাসায় থাকেন সাংবাদিক বুলবুল আহমেদ। তার বাসায় ড্রিল কেটে ডাকাতি করতে গেলে, তার ছেলে বাধা দেয়। বাধা পেয়ে তারা পালিয়ে গিয়ে পাশের বাসায় অন্তত ১৫ জনকে অজ্ঞান করে ডাকাতি করে। আজ বেলা ১ টা অবধি কেউ না জাগলে সবাই জানায়। গিয়ে ডাকাডাকি করেও সাড়া পাওয়া যায়নি। পরে সবাইকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়।
ঘটনার প্রত্যক্ষদর্শী শাওন নামে একজন বলেন, রাতে আমি সিনেমা দেখছিলাম। তখন হঠাৎ একটা শব্দ পাই। প্রথমবার পাত্তা দেইনি। পরে আবারও একই শব্দে বাইরে তাকিয়ে দেখি কেউ একজন আমার জানালার গ্রিল কাটছে। পরে বুঝে উঠার আগেই, ছেলেটাকে ঝাপটে ধরে রাখি। কিন্তু পারিনি। আমি চিৎকার করলেও কেউ শুনতে পায়নি। পরে গিয়ে ঘুমিয়ে যাই।
আরসি-০৯/বিএ-১২