নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বর ২১, ২০২০
০৬:০৩ পূর্বাহ্ন
আপডেট : ডিসেম্বর ২১, ২০২০
০৬:০৩ পূর্বাহ্ন
সিলেট মহানগর পুলিশ ও জেলা পুলিশের উদ্যোগে সিলেট জুড়ে চলছে মাদকবিরোধী অভিযান। শুক্রবার পৃথক দুই অভিযানে একজনকে গ্রেপ্তার ও একজনকে আটক করা হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে পুলিশ।
রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জেলা পুলিশ জানায়, গত শুক্রবার বিকেল সাড়ে তিনটার দিকে জেলা পুলিশের মাদকবিরোধী সেলের ইনচার্জ সুকান্ত চক্রবর্তীর নেতৃত্বে বিয়ানীবাজার উপজেলার শেওলা সেতুর দক্ষিণ পাশের সুপ্রীম কনভেনশন হলের সামন থেকে আব্দুর রউফকে (২৪) আটক করা হয়। আব্দুর রউফ বিয়ানীবাজারের মইয়াখালী গ্রামের একরাম আলীর ছেলে। এ সময় তার শরীর তল্লাশি করে ১ হাজার ৪০০ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় বিয়ানীবাজার থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছেন।
এ বিষয়ে জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মো. লুৎফর রহমান জানান, সিলেট জেলা পুলিশের মাদকবিরোধী অভিযান আরও বৃদ্ধি করা হবে।
এদিকে, গতকাল মহানগর পুলিশ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গত শুক্রবার রাত প্রায় সাড়ে ১১ টায় দক্ষিণ সুরমা থানা পুলিশর বিশেষ অভিযানে ভার্থখলাস্থ মসজিদ মার্কেটের পূর্ব পাশে কুমিল্লা পট্টি’র আবুল হোসেন চৌধুরীর মুদি দোকানের সামন থেকে নাজমা বেগম নাজুকে (৩৪) আটক করা হয়। আটকের পর নারী পুলিশ সদস্যের মাধ্যমে তল্লাশি করে ১২০ পুরিয়া গাঁজা পাওয়া যায়। এ ঘটনায় দক্ষিণ সুরমা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে (মামলা নং-১৭) মামলা দায়ের করা হয়েছে। এ বিষয়ে দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন বলেন, ‘আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।’
বিএ-০১